আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত
হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।
১. "বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো"- কে কাকে একথা বলেছেন? তার এ কথা বলার কারণ কি?
"সেনাপতি শংকর" গল্পে শিক্ষক বিভীষণ দাস শংকর কে এ কথা বলেছেন।
শিক্ষক বিভীষণ দাস যখন এমু পাখির কথা বলছিলেন তখন শংকর স্কুলের জানালা দিয়ে
বাইরে তাকিয়ে আনমনা হয়ে পড়েছিল। শিক্ষক তখন রেগে গিয়ে বললেন আমি কি পড়াচ্ছি
বল তো? শংকর উত্তরে বলল এমু পাখি, খুব গাঢ় ছাই রং, বাজ পাখির চেয়ে বড়ো, চওড়া
বুক - উড়ে গেলে ডানায় বাতাস কাটার শব্দ হয় জোরে। তখন মাস্টারমশাই রেগে গিয়ে
শংকর কে বলেন এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো।
২. "তাই তারা স্বভাবতই নিরব"- বক্তা কে? কাদের সম্পর্কে কেন তিনি একথা বলেছেন?
সুবিনয় রায়চৌধুরী রচিত "পশু পাখির ভাষা" রচনা আলোচ্য উক্তিটির বক্তা ক্যাস্টাং
সাহেব ।
"পশু পাখির ভাষা" রচনায় বন্য প্রাণীদের সম্বন্ধে তিনি কথা বলেছেন।
ক্যাস্টাং সাহেব বলেন পোষা জন্তুরা নাকি জঙ্গলের জন্তু দের থেকে অনেক বেশি
চেঁচামেচি করে, কিন্তু জংলী জন্তুদের শব্দ বড় একটা শোনা যায় না। জঙ্গলের পশুকে
সর্বদায় প্রাণ বাঁচিয়ে চলতে হয়, তাই তারা স্বভাবতই নীরব।
৩. "বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস"- কোন রচনার অংশ?কাদের সম্পর্কে আলোচনা প্রসঙ্গে লেখক এমন মন্তব্য করেছেন? তার এমন মন্তব্যের কারন কি?
"বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস"- এটি গোপালচন্দ্র ভট্টাচার্য
রচিত "কুমোরে পোকার বাসাবাড়ি" রচনার অংশ।
এক প্রকার কালো রঙের লিকলিকে কুমোর পোকার কথা লেখক গোপালচন্দ্র ভট্টাচার্য
বলেছেন।
কুমোর পোকারা কুটুরীর মত বাসা নির্মাণ করে। তারপর তারা ডিম পাড়ে। ডিম পাড়া
সম্পূর্ণ হয়ে গেলে সে তার ইচ্ছা মত যেকোনো স্থানে চলে যায়, বাসার আর কোনো খোঁজ
খবর নেয় না।বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস।
৪. "আঁচল পেতে বিশ্বভূবন
ঘুমোচ্ছে এইখানে"- কবির এমন
অনুভবের কারণ বুঝিয়ে দাও।
ভরদুপুরের জেরুপ কবি দেখেছেন তাতে মনে হয়েছে সময়টা যেন ঘুমের দেশে চলে
গেছে। অশ্বত্থগাছের দাঁড়িয়ে থাকা, রাখালের উদাসীনতা, নদীর ধারে খড়ের আটি
বোঝাই নৌকা বেঁধে লোকজনের ঘুমানো, সব মিলিয়ে ওই ভরদুপুরে সবাই যেনো ঘুমোচ্ছে।
আর শুধুমাত্র মানুষজন নয়, সমস্ত পৃথিবী ভরদুপুরে এই বিশ্রামে রত।পরিবেশে
ছড়িয়ে রয়েছে নির্জনতা , একটা ক্লান্তিভাব। সেজন্যই দুপুরের এই সামগ্রিক
পরিবেশ কবির মনে বিশ্বভুবন ঘুমোনোর ভাবনাকে মনে করিয়েছেন।
৫. বরফের দেশের পাইন গাছ মরুভূমি দেশের পামগাছের স্বপ্ন দেখেছেন কেন?
পাইন গাছ যেখানে থাকে তার সেখানে ভালো লাগেনা, তার ভালো লাগে দূরের
কিছুকে। আর এখানে বরফের অতিরিক্ত ঠান্ডা পাইন গাছের দুঃখ-যন্ত্রণার কারণ। তার
কাছে গরম দেশ বা জায়গায় স্বপ্ন দেখার বিষয়। অর্থাৎ ঠান্ডার থেকে তার কাছে
গরম জায়গায় প্রত্যাশিত। সেই জন্যই বরফের দেশের পাইন গাছ মরুভূমি দেশের পাম
গাছের স্বপ্ন দেখে।
৬. ব্যুৎপত্তিগত অর্থ বলতে কী বোঝায়?
ব্যুৎপত্তিগত অর্থ বলতে বোঝায় বিশেষভাবে বিশ্লেষণ করা।
৭. সিদ্ধ/ মৌলিক শব্দের উদাহরণ দাও।
যে শব্দকে অর্থপূর্ণ কোন অংশে বিভক্ত বা ভাঙ্গা যায় না তাকে সিদ্ধ/মৌলিক
শব্দ বলে।
উদাহরণ:- গোলাপ লাল।