আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।
১। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
১.১। "ও তো পথিক জনের ছাতা"- পথিক জনের ছাতাটি কি?
অশ্বত্থ গাছ কে পথিক জনের ছাতা বলা হয়েছে কারণ এই গাছ ছাতার মতো ছায়া দান করে।
১.২। "কি দেখছিলে বাইরে"- এই প্রশ্নের উত্তরে শংকর কি বলেছিল?
"সেনাপতি শংকর" গল্পে শংকর শঙ্খচিল পাখি দেখছিল।
১.৩। "স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে"- কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে?
পাইন গাছের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে।
১.৪। "মন ভালো করা" কবিতায় কবি রোদ্দুর কে কিসের সঙ্গে তুলনা করেছেন?
কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা "মন ভালো করা" কবিতায় কবি রোদ্দুর কে মাছরাঙ্গা পাখিটির গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন।
১.৫। "একটি জিনিস প্রত্যেকবারই আমাকে মৃত্যুর হাত থেকে বাচিয়েছে, সেটি হচ্ছে পশুদের ভাষার"- জ্ঞান কে এ কথা বলেছেন?
সুবিনয় রায়চৌধুরী রচিত "পশু পাখির ভাষা" রচনায় আলোচ্য উক্তিটি করেছেন ক্যাস্টাং সাহেব ।
১.৬। "ঘাস ফড়িং" কবিতায় কবির সঙ্গে ঘাসফড়িং এর নতুন আত্মীয়তা কখন শুরু হয়েছিল?
একটা ঘাসফড়িং এর সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল। ঝিরঝিরে বৃষ্টির পর কবি যখন ভিজে ঘাসে পা দিয়েছিলেন তখনই ঘাস ফড়িং এর সাথে তার নতুন আত্মীয়তা গড়ে উঠেছিল।
১.৭। কুমোরে পোকা কিভাবে মাকড়সা শিকার করে?
কুমোরে পোকা মাকড়সা দেখতে পেলে ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, তারপর শরীরে হুল ফুটিয়ে এক রকম বিষ ঢেলে দেয়। এইভাবে কুমোরে পোকা মাকড়সা স্বীকার করে।
২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও
২.১। বিসর্গ সন্ধির ক্ষেত্রে যেটি ঠিক নয়- অত:+এব= অতএব/ ছন্দ:+বদ্ধ= ছন্দবদ্ধ / সর:+বতী= সরস্বতী/ নি:+ অবধি= নিরবধি ।
উত্তর: ছন্দ:+বদ্ধ= ছন্দবদ্ধ।
২.২। যেটি জোর বাধা সাধিত শব্দ নয়- দয়াময়/ দশানন/ তেলেভাজা/ সিংহাসন ।
উত্তর: দয়াময়।
২.৩।বিসর্গসন্ধির ফলে বিসর্গ রূপান্তরিত হয়ে লুপ্ত হয়েছে, এমন দুটি উদহারন দাও।
উত্তর:
অত:+ এব= অতএব।
মন:+ স্থ = মনস্থ।