Bangla Model Activity Task Part 1 Class 7 | বাংলা মডেল অ্যাকটিভিটি টাস্ক পার্ট ১ ক্লাস ৭

আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।
Bangla Model Activity Task Part 1 Class 7 | বাংলা মডেল অ্যাকটিভিটি টাস্ক পার্ট ১ ক্লাস ৭

১. কার মাধ্যমে শান্তিনিকেতনের সঙ্গে শিল্পী রামকিঙ্করের যোগাযোগ গড়ে ওঠে?

 শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় এর মাধ্যমে শান্তিনিকেতনের সঙ্গে রামকিঙ্করের যোগাযোগ গড়ে ওঠে।

২. 'অবাক তাকায় চড়ুই পাখি'- চড়ুই পাখি কখন অবাক হয়ে তাকায়?

তিনটে শালিক যখন নিজেদের মধ্যে ঝগড়া থামিয়ে নিজেরাই মীমাংসা করতে থাকে তখন চড়ুই পাখি অবাক হয়ে তাকায়।

৩. "খোকন সগর্বে তার ড্রইং খাতা গুলো নিয়ে এলো" - কার কাছে খোকন তার ড্রইং খাতা গুলো নিয়ে এসেছে? তার গর্ববোধ করার কারণ কি?

 খোকনের বাবার এক বন্ধু যিনি বিখ্যাত চিত্রকর তার কাছে খোকন তার ড্রইং খাতা গুলো নিয়ে এসেছে।

     লখনৌ থেকে আসা খোকনের বাবার চিত্রকর বন্ধু স্বেচ্ছায় খোকনের ড্রয়িং দেখতে চেয়েছিল তাই খোকন গর্ববোধ করেছিল।

 ৪. "আলাউদ্দিন খিলজির মত দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন" - কোন প্রসঙ্গে প্রাবন্ধিক একথা বলেছেন?

 প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী কুতুব মিনারের কথা প্রসঙ্গে এ কথা বলেছেন।
 সম্রাট কুতুবউদ্দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার তৈরি করেছিল। পৃথিবীর অন্য দেশ গুলি এরকম মিনার তৈরি তো দূরের কথা তার সাহস পর্যন্ত দেখাতে পারেনি। কিন্তু আলাউদ্দিন খিলজী কুতুবউদ্দিন এর চেয়েও দ্বিগুণ উঁচু মিনার তৈরীর সাহস দেখিয়েছিলেন। এ প্রসঙ্গে প্রাবন্ধিক একথা কথা বলেছিলেন।

 ৫. "ছন্দে শুধু কান রাখো"  কবিতায় কবি ছন্দের প্রতি মনোযোগ দিতে বলেছেন কেন?

কবি অজিত দত্ত "ছন্দে শুধু কান রাখো" কবিতায় ছন্দে মন দিতে বলেছেন কারণ যারা কান এবং মন পেতে ছন্দ শুনবে তারা ছন্দ ও সুরের সংকেতের মাধ্যমে পৃথিবীটাকে নতুন করে চিনবে । তাদের মনের মাঝে জমবে মজা এবং জীবন হয়ে উঠবে গদ্যময়।

৬. "সেই শোকে কালবৈশাখী ঝড় উঠল আকাশে"- উদ্ধৃতাংশে কোন শোকের প্রসঙ্গ এসেছে?

উদ্ধৃত অংশটি আশরাফ সিদ্দিকীর লেখা "একুশের কবিতা" থেকে নেওয়া হয়েছে।২১ এর ভাষা আন্দোলনে বাংলার চার তেজস্বী যুবক প্রাণ হারায়। এরা হলেন- রফিক, সালাম, জব্বর ও বরকত। এদের নির্মমভাবে হত্যার পর সারা বাংলাদেশ শোক এবং প্রতিবাদের ঝড় ওঠে। এই প্রতিবাদের ঝড়ই কালবৈশাখী ঝড়ের মত গর্জে ওঠে।

৭. "দাম" শব্দটি বাংলায় কিভাবে এসেছে?

উত্তর: গ্রিক শব্দ "দ্রাখমে" থেকে সংস্কৃত "দ্রক্ষ" শব্দটি এসেছে। "দ্রক্ষ" শব্দটি আবার পরিবর্তিত হয়ে "দম্ম" শব্দটি এসেছে। আর এই "দম্ম" শব্দটির প্রকৃত রূপ এর মধ্য দিয়ে "দাম" শব্দটি এসেছে যার অর্থ মূল্য।

৮. একটি মিশ্র শব্দের উদাহরণ লেখ।

উত্তর: একটি মিশ্র শব্দ হলো: পকেট-মার, হাট-বাজার ইত্যাদি।
Previous Post Next Post