Bangla Model Activity Task Part 2 Class 7 | বাংলা মডেল অ্যাকটিভিটি টাস্ক পার্ট ২ ক্লাস ৭

আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।
Bangla Model Activity Task Part 2 Class 7 | বাংলা মডেল অ্যাকটিভিটি টাস্ক পার্ট ২ ক্লাস ৭

১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ:

১.১। পাগলা গনেশ গল্পে যে সালের কথা বলা হয়েছে- ১৫৮৯/ ২৫৮৯/ ৩৫৮৯/ ৫৫৮৯ 

উত্তর:৩৫৮৯ ।

১.২। "My Native Land, Good Night" উদ্ধৃতিটি- মাইকেল মধুসূদন দত্তের/ বায়রনের/ শেক্সপিয়ারের / মিলটনের ।

উত্তর:বায়রনের ।

১.৩। "চিংড়ি" হল একটি - খাঁটি দেশি শব্দ/ তৎসম শব্দ/ তদ্ভব শব্দ/ অর্ধ-তৎসম শব্দ।

উত্তর: খাঁটি দেশি শব্দ ।

১.৪।বিদেশি প্রত্যয় যুক্ত একটি মিশ্র শব্দের উদাহরণ- অফিস পাড়া /বাজিকর /পাউরুটি/ বেকসুর।

উত্তর: অফিস পাড়া ।

২। একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও

২.১। "তবে তিনি তো ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক"- এখানে কার কথা বলা হয়েছে?

 এখানে ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক নন্দলাল বসুর কথা বলা হয়েছে।

২.২। খোকনের বাবার বন্ধু কোন শহরে থাকেন?

 খোকনের বাবার বন্ধু লখনৌ শহরে থাকেন।

২.৩। মিনার আর মিনারেট এর ফারাক কোথায়?

 মিনার আকারে বড়ো হয়।এটি আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় দাড়ায়।এটি অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে নির্মিত হয় না।

অপরদিকে, মিনারেট আকারে খুব বড়ো হয় না। এটি মসজিদ, সমাধি বা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে নির্মিত হয়। এর গায়ে মিনার এর মত কারুকার্য থাকেনা।
Previous Post Next Post