Geography Model Activity Tasks Part 1 Class 6 | চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতার বর্ণনা দাও।একটি বৃত্ত অঙ্কন করে পাঁচটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা মানসহ চিহ্নিত করো।

আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।

নীচের প্রশ্ন গুলির উত্তর লেখো :

১.চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতার বর্ণনা দাও।

চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের যে অভিজ্ঞতার লবিবরণ পাওয়া যায় টা হল - তারা স্পেসসুট পরে থাকে।যেহেতু চাদে হওয়া নেয় তাই নিঃশ্বাস নেওয়া যায় না সেই জন্য স্পেসসুট এ হওয়া ভরা থাকে।কোথাও গাছপালা নেই এবড়োখেবড়ো জমি, ছোট-বড় পাথর, গোল গোল বিশালাকৃতির গর্ত, ধূসর ধুলোর চারিদিক সূর্যের আলো পৌঁছাতে পারে না তাই পৃথিবী থেকে এগুলোকে চাঁদের গায়ে কালো কালো দাগ মত দেখায়।দিনের বেলাতেও আকাশে তারা ঝলমল করে। একদিকে কালো আকাশে ঝুলছে পৃথিবী প্রকণ্ড সাদা আর নীল গোলকের মতো।এখানে একদিন জেতেবপুরও দুই সপ্তাহ কেটে যায়।সূর্যের তাপে পথন ভীষণ গরম হয়ে ওঠে তাপমাত্রা প্রায় ১১৭° হয় আবার রাত ও চলে দু সপ্তাহ ধরে।তখন ভীষণ ঠান্ডা তাপমাত্রা প্রায় হিমাঙ্কের ১৫০° সে.  নীচে নেমে যায়।আর বায়ু শূন্য জায়গায় শব্দ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না তাই একে অপরের কথা শোনা যায়না,ইশারায় বা রেডিওর মাধ্যমে কথা বলতে হয়।

২."পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতো" - যুক্তি সহকারে বস্তব্যটির ব্যাখ্যা দাও।

কিছুটা ময়দা মাখা নিয়ে একটা মাঝারি মাপের গলা তৈরি করে গোলাটার মধ্যে লম্বা লম্বি একটা কাঠি ঢুকিয়ে কাঠি টাকে বেশ জোরে জোরে ঘোরালে দেখা যাবে গোলটা আগের মত আর নেই।ওপর নিচ কিছুটা চ্যাপটা হয়ে মাঝখানটা কিছুটা স্ফীত হয়ে গেছে।

একই  ভাবে পৃথিবী নিজের অক্ষের চারদিকে অনেক দ্রুত ঘোরে বলে উপর-নিচ কিছুটা চাপা আর মাঝখান বরাবর কিছু স্ফীত তাই পৃথিবী পুরোপুরি গোল নয় কমলালেবু বা নাশপাতির সাথে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে ' আকৃতি পৃথিবীর মতো' যাকে ইংরেজিতে বলা হয় 'জিয়ড'।

৩.একটি বৃত্ত অঙ্কন করে পাঁচটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা মানসহ চিহ্নিত করো।

একটি বৃত্ত অঙ্কন করে পাঁচটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা মানসহ চিহ্নিত করো।

৪.তোমার দেশের উত্তরের সমভূমি অঞ্চল ঘনবসতি হওয়ার কারণ ব্যাখ্যা করো।

উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত।এর গড় উচ্চতা ৩০০ মিটার।পাঞ্জাব,হরিয়ানা,উত্তরপ্রদেশ,বিহার,পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যগুলি এই সমভূমি অন্তর্গত।সিন্ধু,গঙ্গা, ও ব্রাহ্মপুত্র এই সমভূমি অঞ্চলের প্রধান নদনদী।এই নদীগুলো হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে নুড়ি,কাঁকর,পলি বয়ে এনে এই সমভূমির সৃষ্টি হয়েছে।তাই এখানকার মাটি খুব উর্বর ও চাষ এক জন্যে উপযোগী।সেই কারণে উত্তরের সমভূমি অঞ্চল ঘনবসতি পূর্ন হয়েছে ।

Previous Post Next Post