Geography Model Activity Tasks Part 2 Class 6 | আন্তর্জাতিক তারিখ রেখা আঁকা হয়েছে কেন ?কয়ালের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।

আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে। 

Geography Model Activity Tasks Part 2 Class 6 | আন্তর্জাতিক তারিখ রেখা আঁকা হয়েছে কেন ?কয়ালের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।


নীচের প্রশ্ন গুলির উত্তর লেখো :

১. যে গ্রহ তার নিজের অক্ষের চারদিকে উত্তর থেকে দক্ষিনে ঘোরে তার নাম ও দুটি বৈশিষ্ট্য লেখ।

ইউরেনাস তার নিজের অক্ষের চারিদিকে উত্তর থেকে দক্ষিণে ঘোরে।

বৈশিষ্ট্য :

  • i)সূর্য থেকে এই গ্রহের দূরত্ব ২৮৭ কোটি কিমি।
  • ii)মিথেন গ্যাস বেশি থাকায় এর রং সবুজ।
  • iii)তাপমাত্রা -২১৬° সে,এটিকে ' শীতলতম গ্রহ ' বলা হয়।
  • iv) আবর্তন প্রায় ১৭ ঘন্টা।
  • v)পরিক্রমণ প্রায় ৪৮ বছর।

২.আন্তর্জাতিক তারিখ রেখা আঁকা হয়েছে কেন ?

আন্তর্জাতিক তারিখ রেখা একটি কাল্পনিক রেখা।যা ১৮০° দ্রাঘিমা রেখা টিকে অনুসরণ করে সুমেরুবিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত টানা হয়েছে।এই রেখা পৃথিবীর তারিখ বিভাজিকা হিসেবে কাজ করে।কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র ১৮০° দ্রাঘিমা রেখা টিকে অনুসরণ করেনি।মাঝে মাঝে রেখাটিকে প্রয়োজন মত পূর্বে ও পশ্চিমে কিছুটা বাঁকিয়ে দেওয়া হয়েছে।ওই রেখাটি সম্পূর্ণ রূপে ১৮০° দ্রাঘিমা রেখা কে অনুসরণ করলে একই মহাদেশের অন্তর্গত বিভিন্ন দেশ ও দ্বীপপুঞ্জে পাঁচ রকম তারিখ সূচিত হত ফলে ওই অঞ্চলের মানুষের মধ্যে তারিখ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হতো ।এই বিভ্রান্তি এড়ানোর জন্য আন্তর্জাতিক তারিখ রেখা কে মহাদেশ এবং এড়িয়ে পুরোপুরি ভাগের উপর দিয়ে কাল্পনিক রেখা হিসেবে নির্দেশ করা হয়েছে।

৩.কয়ালের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।

মালাবার উপকূলের উপহ্রদ গুলোকে ' কয়াল ' বলে। উপ হ্রদ যার একদিকে সমুদ্র উন্মুক্ত ।

৪.থর মরুভূমি জনবিরল কেন ?

থর মরুভূমি রাজস্থানে অবস্থিত ভারতের বৃহত্তম মরু অঞ্চল। এখানে শুধু বালি আর পাথর কোথাও বড় বড় গাছপালা নেই। খুব ছোট ছোট অনিত্য বহ নদী আছে অল্প জল থাকায় নদীগুলো সমুদ্রে পৌছাতে পারেনা। এই নদীগুলোকে অন্তর্বাহিনী নদী বলে। দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে ফলে এখানে চাষবাস একেবারে হয়না বললেই চলে তাই এখানে লোকজন বসবাস কম করে।

Previous Post Next Post