আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।
অধ্যায়: ১. ফরাসি বিপ্লবের কয়েকটি দিক
২. বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ।
ক) নিচের প্রশ্নগুলির উত্তর দাও (৩-৪ টি বাক্যে)
১. চতুর্দশ লুইয়ের "আমিই রাষ্ট্র" উক্তিটি বুরবো রাজবংশের কোন চরিত্র কে প্রকাশ করে?
অষ্টাদশ শতকে ফ্রান্সে বুরবো রাজবংশের অধীনে স্বৈরাচারী রাজতন্ত্র বিদ্যমান ছিল। পুরাতন তন্ত্রের ধারক ও বাহক বুরবো বংশের রাজাদের মধ্যে অন্যতম ছিলেন চতুর্দশ লুই। তার উক্তি "আমিই রাষ্ট্র" থেকে বোঝা যায় চতুর্দশ লুইয়ের ইচ্ছানুসারে সীমাহীন স্বৈরতন্ত্রের মাধ্যমে দেশ শাসন করতেন।
২. ইউরোপীয় রাষ্ট্রগুলির জোটবদ্ধতা কিভাবে নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল?
উত্তর: নেপোলিয়নের বিরুদ্ধে ১৮১৩ খ্রিস্টাব্দে রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া, সুইডেন, ইংল্যান্ড ও তুরস্ক চতুর্থ শক্তি জোটে যোগ দিয়েছিলেন। নেপোলিয়ন প্রথমে ড্রেসডেন এর যুদ্ধে চতুর্থ জোট শক্তিকে পরাজিত করেন কিন্তু শীঘ্রই লাইপজিগের যুদ্ধে মিলিত বাহিনীর কাছে পরাজিত হন।
খ. ইউরোপের মানচিত্রে নিম্নোক্ত স্থান গুলি চিহ্নিত করো।
প্যারিস, স্পেন, পর্তুগাল, গ্রেট ব্রিটেন, মস্কো।
গ. নিচের শব্দগুলির কোনটি পাশের কোন বক্সের মধ্যে বসবে? একাধিক শব্দ একটি বক্সের মধ্যে বসতে পারে।
১. সুবিধাভোগী শ্রেণী
২. কৃষক, শ্রমিক, শিক্ষক
৩. যাজক
৪. সুবিধাবঞ্চিত শ্রেণি
৫. জন্মসূত্রে অভিজাত
৬. সাঁকুলেৎ
৭. বুর্জোয়া
৮. সাবেকি/দরবারী অভিজাত
উত্তর: প্রথম সম্প্রদায়:- ১. সুবিধাভোগী শ্রেণী, ৩. যাজক
দ্বিতীয় সম্প্রদায়:- ৫. জন্মসূত্রে অভিজাত, ৮. সাবেকি/দরবারী অভিজাত
তৃতীয় সম্প্রদায়: ২. কৃষক, শ্রমিক, শিক্ষক, ৪. সুবিধাবঞ্চিত শ্রেণি,৬. সাঁকুলেৎ ,৭. বুর্জোয়া
ঘ. উপযুক্ত তথ্য সহযোগে নিচের ছকটি পূরণ করো।
i) এই গ্রন্থে তিনি স্বাধীনতা বিষয়ক বক্তব্য করেছেন। ii) এই বইটিতে সমকালীন ফরাসি রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তীব্র শ্লেষ ও বিদ্রুপ করেছেন।
i) এই গ্রন্থে তিনি ব্রিটিশ সমাজ ব্যবস্থার পক্ষে কথা বলেছেন। ii) এই গ্রন্থের মূল বক্তব্য হলো সব মানুষের ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে।
দার্শনিক | গ্রন্থ/রচনা | বক্তব্য |
---|---|---|
রুশো | i)সামাজিক চুক্তি, ii)অসাম্যের সূত্রপাত | একমাত্র ন্যায় সঙ্গত শাসক হলো তারা যাদের জনগণ স্বাধীনভাবে পছন্দ করে নেবে। |
মন্তেস্কু | i) দ্য স্পিরিট অফ লজ (the spirit of laws)ii) দ্য পার্শিয়ান লেটার্স (the Persian letters) | i) এই গ্রন্থে তিনি স্বাধীনতা বিষয়ক বক্তব্য করেছেন। ii) এই বইটিতে সমকালীন ফরাসি রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তীব্র শ্লেষ ও বিদ্রুপ করেছেন। |
ভলতেয়ার | i) ফিলোসফিক্যাল লেটার্স অন ইংলিশ ii) Treatise on toleration | i) এই গ্রন্থে তিনি ব্রিটিশ সমাজ ব্যবস্থার পক্ষে কথা বলেছেন। ii) এই গ্রন্থের মূল বক্তব্য হলো সব মানুষের ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে। |