আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।
নীচের প্রশ্ন গুলির উত্তর লেখো :
১. মাইটোকনড্রিয়া এর একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো।
(ক) অন্ত: পর্দা (খ)বহিঃ পর্দা (গ) কৃষ্টি (ঘ) আক্সিজম
২.নিম্ন লিখিত শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তিতে মোনরা ও প্ল্যান্টি রাজ্যের পার্থক্য লেখো - (ক) কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতি (খ)বস্তুতান্ত্রিক ভূমিকা। হাঙর যে শ্রেণীর অন্তর্ভুক্ত সেই শ্রেণীর তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
মোনরা | প্ল্যান্টি | |
---|---|---|
কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতি | কোষগুলি প্রোক্যারিওটিক প্রকৃতির ।এদের কোষের মধ্যে পর্দাবৃত কোন কোষীয় অঙ্গানু থাকেনা, পর্দাবিহিন রাইবোজম উপস্তিত। | উদ্ভিদ কোষগুলি ইউক্যারিওটিক প্রকৃতির ' কোষে সলোক সংশ্লেষকারী আঙ্গানু প্লাস্টিড থাকে যা ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক পূর্ণ হয়। |
বস্তুতান্ত্রিক ভূমিকা | বাস্তুতন্ত্রে এই জীবগুলি বিয়োজক ও রূপান্তরক এর কাজ করে।অর্থাৎ মৃত জৈব বস্তুকে সরল উপাদানে পরিবর্তিত করে পরিবেশে মিলিয়ে দেয়। | বস্তু তান্ত্রিক খাদ্য শৃঙ্খলে এরা প্রথম স্থান অধিকার করে, কারণ এরা উৎপাদক অর্থাৎ সালক সংশ্লেষ এর মাধ্যমে নিজের খাদ্য তৈরিতে সক্ষম। |
হাঙর কনড্রিকথিস শ্রেণীর অন্তর্গত।
বৈশিষ্ট্য
- i)মাছ গুলোর অন্ত:কঙ্কাল তরুণাস্থি দিয়ে তৈরি।
- ii)কানকে অনুপস্থিত,কানে ফুলকাগুলি উন্মুক্ত।
- iii)এই মাছের পটকা থাকে না,পুচ্ছ পাখনা টি হেটারোসারকাল প্রকৃতির।
৩. সিউডোসিলোম যুক্ত একটি প্রাণীর নাম লেখো এবং ওই প্রাণীটি যে পর্বের অন্তর্গত তার দুটি বৈশিষ্ট্য লেখ। আরশোলার অ্যাথ্রোপোডা পর্বে অন্তর্ভুক্তির সপক্ষে দুটি যুক্তি দাও।
সিউডোসিলোম যুক্ত একটি প্রাণী হল - গোলকৃমি।
গোলকৃমি নিমাটোডা পর্বের অন্তর্গত।
নিমাটোডা এর দুটি বৈশিষ্ট্য হল :
- i) দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত।
- ii)দেহে ছদ্ম ছিলাম উপস্তিত।
আরশোলার অ্যাথ্রোপোডা পর্বে অন্তর্ভুক্তির সপক্ষে দুটি যুক্তি :
- i) আরশোলার দেহ খন্ডকে সাধারণত একজোড়া সন্ধিল উপঙ্গো থাকে,তাই এদের সন্ধিপদ বলে।আরশোলার দেহে হিমসিল নামক রক্তপূর্ন দেহগহ্বর থাকে।
- ii)দেহে কাইটিন নির্মিত শক্ত বহিঃ কঙ্কাল দ্বারা আবৃত এবং মাথার দুপাশে দুটি পুঞ্জাক্ষি থাকে।
৪.মানবদেহে ভিটামিন A ও ভিটামিন D এর ভূমিকা উল্লেখ করো।ভাজক কলার বৈশিষ্ট্য লেখো।
মানব দেহে ভিটামিন A এর ভূমিকা :
- i)দেহের সামগ্রিক বৃদ্ধিতে সহায়তা করে।
- ii)রেটিনার রড কোষ গঠনে সাহায্য করে।
- iii)রোগ সংক্রমণ প্রতিরোধ করে।এই ভিটামিনের অভাবে রাতকানা,অন্ধত্ব এবং ক্রীনোড্রম রোগটি হয়।
মানব দেহে ভিটামিন D এর ভূমিকা :
- i) অস্তি ও দন্ত গঠনে সহায়তা করে।
- ii)অস্তি ও রক্তে ক্যালসিয়ামের সাম্যতা বজায় রাখে।এই ভিটামিন এর অভাবে ছোটদের রিকেট ও বড়দের অস্টি ও ম্যালেশিয়া রোগ হয়।
- iii)অন্ত্রে ca ও p শোষণে সহায়তা করে।
ভাজক কলার বৈশিষ্ট্য লেখো :
- i)ভাজক কলার কোষগুলি আকারে সাধারণত ছোট এবং দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় সমান হয়।
- ii)কোষগুলি গোলাকার, ডিম্বাকার অথবা বহুভূজাকার হয়।
- iii)কোষপ্রাচীর খুব পাতলা।গৌণ কোষপ্রাচীর স্তর অনুপস্থিত।
- iv)প্রতিটি কোষ ঘন,দানাদার সাইটোপ্লাজম এ পূর্ণ থাকে।