আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।
1. PV =(w/M)RT সমীকরণে M রাশির একক কি হবে তা মত্রীয় বিশ্লেষণ করো।
অতএব, PV =(w/M)RT সমীকরণে M রাশির একক হবে গ্রাম /মোল বা গ্রাম মোল -¹
2. গ্রিন হাউস এফেক্টের কারণ ব্যাখ্যা করো।
উত্তর : গ্রিন হাউস এর এফেক্টের কারণ :
- কাঠ, জীবাশ্ম জ্বালানি (কয়লা,পেট্রোল,ডিজেল) এর দহনের ফলে এবং বিভিন্ন রাসায়নিক শিল্পের ফলে CO2 এর পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
- দাবানল,অগ্নি উৎপাতের ফলে CO2 এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
- হিমায়ক যন্ত্র (AC, রেফ্রিজেটর),সুগন্ধি দ্রব্য , বডি স্প্রে থেকে CFC নির্গত হচ্ছে।
- ক্রমাগত আরণ্যচ্ছেদ তথ্য CO2 এর স্বাভাবিক গ্রাহক সংখ্যা হ্রাসের ফলে CO2 এর পরিমাণ বৃদ্ধি।
- বায়ুতে অন্যান্য গ্রিন হাউস গ্যাস,যেমন CFC ,মিথেন ,নাইট্রোজেনের অক্সাইড ইত্যাদির পরিমাণ বৃদ্ধি।
3. কাচের স্লাবে আলো আপতিত হলেও নির্গমন সময় তা বর্ণালি তে বিভক্ত হয় না কেন ?
উত্তর :একটি আয়তকার কাঁচ এর স্ল্যাব দুটি সর্বসম প্রিজমের সমবায় রূপে কাজ করে।দুটি সদৃশ প্রিজমকে যদি এরূপ পাশাপাশি বসানো হয় যাতে তাদের প্রতিসারক তলগুলি পরস্পরের সমান্তরাল এবং ভূমি গুলি পরস্পরের বিপরীত দিকে থাকে তবে ওই প্রিজম যুগল একটি কাচের স্ল্যাব গঠন করে ।যেমন নিচের ছবিটিতে ABD ও BDC প্রিজম দুটি একটি কাঁচের স্ল্যাব গঠন করে। একটি প্রিজমে (ABD) আলোকরশ্মি সাতটি বর্ণে বিশ্লিষ্ট হয় এবং দ্বিতীয় প্রীজমে (BDC) এই সাতটি বর্ণ পুনযোর্জিত হয়ে সা আলোর সৃষ্টি করে ।তাই কাচের স্ল্যাব সাদা আলোর বিচ্ছুরণ হয় না এবং বর্ণালী সৃষ্টি হয় না।
4. আয়নিয় যৌগে এর ক্ষেত্রে " আণবিক ওজন " কথাটি চেয়ে " সংকেত " ওজন কথাটির ব্যবহার যুক্তিসংগত কেন ?
উত্তর : সোডিয়াম ক্লোরাইড হল একটি আয়ণিয় কেলাস যেখানে প্রতিটি Na+ আয়ণ নূন্যতম দূরত্বে অবস্থিত 6 টি Cl- অায়ন দ্বারা এবং প্রতিটি Cl- অায়ন নূন্যতম দূরত্বে অবস্থিত 6 টি Na+ অায়ন দ্বারা পরিবেষ্টিত থাকে।
তাই NaCl অনুর কোনো অস্তিত্ব নেই।
তাই সোডিয়াম ক্লোরাইডে ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা যুক্তি সঙ্গত।