Physical Science Model Activity Task Part 1 Class 9 | কটি মাপনী চোঙ এর সাহায্যে কিভাবে তুমি এক ফোঁটা জলের আয়তন নির্ণয় করবে ?

আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।

Physical Science Model Activity Task Part 1 Class 9 | কটি মাপনী চোঙ এর সাহায্যে কিভাবে তুমি এক ফোঁটা জলের আয়তন নির্ণয় করবে ?
চিত্র : তৃতীয় পক্ষের রেফারেন্স

১.ডাউন ও নিউটাউনের মধ্যে সম্পর্কটি প্রতিষ্টা করো।

উত্তর : 1 নিউট্রন (N) = 1 কিলোগ্রাম × 1মি /সে ²

                              = 1000 গ্রাম × 100 সেমি /সে²

                              =10^5 গ্রাম সেমি / সে ²

                              =10^5 ডাইন

অতএব 1 নিউট্রন(N) = 10^5 ডাইন


২.একটি নিস্তড়িত পরমাণুর K কক্ষে 2 টি,L কক্ষে 8 টি ও M কক্ষে 2 টি ইলেকট্রন আছে। মৌলটির পরমাণু ক্রমাঙ্কো কত ? মৌলোটির পরমাণুর M কক্ষে এর ইলেকট্রন দুটি সরিয়ে নিলে যে আয়ন তৈরি হবে তার সংকেত লেখো।

উত্তর : 

মৌলটির মত ইলেকট্রন সংখ্যা = 2+8+2=12

অতএব প্রোটন সংখ্যা = 12

সুতরাং মৌলটির পরমাণু ক্রমাংক 12

মৌলের পরমানুটির M কক্ষের ইলেকট্রন দুটি সরিয়ে নিলে যে আয়ান হবে তার প্রোটন সংখ্যা = থাকবে 

কিন্তু ইলেকট্রন সংখ্যা দুই কমে গিয়ে 10 হবে।

ফলে উৎপন্ন অনয়টিতে দুটি ধনাত্মক চার্জ বেশি থাকবে।

তাই আয়নটির সংকেত হবে M ²+ (M = মৌলের চিহ্ন)

৩. একটি মাপনী চোঙ এর সাহায্যে কিভাবে তুমি এক ফোঁটা জলের আয়তন নির্ণয় করবে ?

উত্তর :

মাপনি চোঙ শুকনো করে এর মধ্যে ড্রপারের সাহায্যে বেশ অনেক সংখ্যক জলের ফোঁটা (200-300টি) ফেলা হল।

এরপর মাপণী চোঙ এ জমা হওয়া জলের আয়তন নীর্ণয় করা হল।

জলের আয়তন V cm ³ এবং ফোটার সংখ্যা n হলে জলের একটি ফোটার আয়তন হবে V/n cm ³

৪. রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি গুলি লেখো।

রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি গুলি নিম্নে আলোচনা করা হলো :

  • ১.রাদারফোর্ডের মডেল এ বলা হয়েছে যে তড়িৎ যুক্ত কনা ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারদিকে অত্যন্ত দ্রুতগতিতে অবিরাম ঘূর্ণনশীল। যেহেতু ইলেকট্রন তরিৎযুক্ত কনা সেহেতু ঘূর্ণন কলে তড়িৎ চুম্বকীয় তত্বনুসারে ইলেকট্রনগুলো তড়িৎ চুম্বকীয় শক্তি বিকিরণ করবে এবং এতে শক্তি পথের ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পেতে থাকবে এবং এক সময় নিউক্লিয়াসের ওপর গিয়ে পড়বে,ফলে পরমাণুর গঠন নষ্ট করবে।
  • ২. নিউক্লিয়াসের চারপাশে আবর্তনশীল ইলেকট্রন নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করলে পরমাণুর নিরবচ্ছিন্ন বর্ণালী উৎপন্ন হওয়ার কথা, কিন্তু পরমাণু প্রকৃতপক্ষে রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালি সৃষ্টি করে।

৫. একটি খেলনা গাড়ি 20 cm/s বেগে চলছিল।1 মিটার দূরত্ব যাওয়ার পরে ওই গাড়ির বেগ দাড়ালো 50 cm/s । গাড়ির ত্বরণ নিৰ্ণয় করো।

আমরা জানি v ²=u ² +2as

যেখানে প্রাথমিক বেগ u =20cm/s অন্তিম বেগ v= 50cm/s

দূরত্ব s = 1 মিটার = 100 cm; ত্বরণ a = ?

একটি খেলনা গাড়ি 20 cm/s বেগে চলছিল।1 মিটার দূরত্ব যাওয়ার পরে ওই গাড়ির বেগ দাড়ালো 50 cm/s । গাড়ির ত্বরণ নিৰ্ণয় করো।
 

Previous Post Next Post