আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।
১. নিউক্লিয়াসের একটি পরিচ্ছন্ন চিত্র অংকন করে নিম্ন লিখিত অংশগুলি চিহ্নিত করো :
(ক) নিউক্লিওপ্লাজম (খ)নিউক্লিয়জালিকা (গ) নিউক্লিয়পর্দা (ঘ)নিউক্লিওলাস
২. জীবদেহে প্রোটিনের গুরুত্ব ব্যাখ্যা করো যোগ কলার কাজ লেখো।
জীবদেহে প্রোটিনের গুরুত্ব :
- (i) আত্মরক্ষা : অ্যান্টিবডির সাহায্যে বিজাতীয় বস্তুর অপসারণ হয়।
- (ii)শক্তির উৎস : দেহে শর্করার অভাব হলে প্রোটিন জারণ দ্বারা শক্তি উৎপন্ন হয়। 1gm প্রোটিন জারণে 4.1 kcal শক্তি উৎপন্ন হয়।
- (iii) হরমোন সংশ্লেষ: বিশেষ কয়েকটি হরমোন যেমন - STH,LTH ইত্যাদি হরমোন প্রোটিন দিয়ে তৈরী।
যোগকলার কাজ :
- (i) দেহের বিভিন্ন কলা ও অঙ্গের মধ্যে সংযোগসধন করা এই কলার প্রধান কাজ।
- (iii) অস্তি ও তরুণাস্থি কলাদেহের কাঠামো গঠন করে ও ভার বহন করে।
- (iii)রক্তকলা দেহের বিভিন্ন অংশ অক্সিজেন খাদ্য ও হরমোন পরিবহন করে এবং দেহের প্রতিরক্ষা তে সাহায্য করে।
- (iv মেদকলা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে ।
৩. ব্যাক্তি বীজী উদ্ভিদ এর দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো নিম্নলিখিত বৈশিষ্ট্য গুলি যে যে প্রাণীর দেহে দেখা যায় তাদের পর্বের নাম লেখো। নিডোব্লাস্ট কোষ, কম্বপ্লেট, টিউবফিট।
ব্যাক্তি বীজি উদ্ভিদ এর দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য :
- (i)ব্যক্তিবিজি উদ্ভিদ কষ্ঠোল,বহুবর্ষজীবী চিরহরিৎ এবং বৃক্ষ জাতীয়।কিছু ব্যক্তিবিজী উদ্ভিদ গুল্ম জাতীয়।
- (ii)ব্যক্তীবিজি উদ্ভিদ সপুষ্পক এবং পুস্পোগুলো এক লিঙ্গ ,ক্ষুদ্র এবং নগ্ন প্রকৃতির অর্থাৎ সাহায্যকারী স্তবক বৃতি,দলমন্দল থাকে না ।
নিডব্লাস্ট কোষ দেখা যায় হাইড্রার দেহে।হাইড্রা হল নিডারিয়া পর্বের অন্তর্গত।
কম্বপ্লেট দেখা যায় বেরো, হার্মিফেরা ইত্যাদির দেহে।এরা হল টিনোফেরা পর্বের অন্তভূক্ত।
টিউবফিট বা নালিপদ দেখা যায় তারা মাছে।তারা মাছ এ কাইনোডারমাটা পর্বের অন্তর্গত
৪.মানবদেহে প্লীহার অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো। প্রনিকোষের বিভাজনে সেন্ট্রোজোমের গুরুত্ব নির্ধারণ করো।
প্লিহার অবস্থান : ডায়াক্রমের নীচে উদগহ্বর এ বাম দিকে প্লীহা অবস্থিত।
ভূমিকা :
- (i) প্লিহাতে উৎপন্ন লিম্ফসাইট কোষ রক্তে আগত জীবাণুর বিনাশ ঘটায়।
- (ii)প্লীহা রক্তের পুরনো ও আঘাত প্রাপ্ত RBC এর পরিস্রাবন করে,এছাড়া প্লীহা RBC এর গৌণ উৎপাদন ও সঞ্চয় করে।
সেন্ট্রোজোমের গুরুত্ব :
- (i) সেন্ট্রোজোম প্রাণী কোষ বিভাজনের সময় স্পিন্ডল গঠন করে।
- (ii) সেন্ট্রোজোমের স্পিন্ডল গঠনের মাধ্যমে প্রাণী কোষ বিভাজনে সাহায্য করে।