Physical Science Model Activity Task Part 3 Class 9 | বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যা গুরুত্ব আলোচনা করো।

আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে। 


1.বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যা গুরুত্ব আলোচনা করো।

উত্তর : যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের (কঠিন,তরল বা গ্যাসীয়) 1 গ্রাম অণুতে যত সংখ্যক অনু থাকে,সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে ।

বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যা আলোচনা করা হল :

  • i)কোনো পদার্থের একটি অনু বা পরমাণুর প্রকৃত ভর  নির্ণয় করতে অ্যাভোগাড্রো সংখ্যা প্রয়োজন হয়।
  • ii)STP তে নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসীয় পদার্থের উপস্থিতি অনু বা পরমাণুর সংখ্যা জানা যায়।
  • iii)কোয়ান্টাম পদার্থবিদ,পদার্থের কেলাস গঠন সংক্রান্ত পদার্থবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার ধারণা খুব ই গুরুত্ব পূর্ণ।
  • iv)DNA, RNA প্রভৃতি আণুবীক্ষণিক জৈব বস্তুর গঠন ও রাসায়নিক বিশ্লেষণ অ্যাভোগাড্রো সংখ্যা প্রয়োগ দেখা যায়।
  • v) বেকারিতে কিভাবে পাউরুটির প্রস্তুত করা যায় তার ধারণা পাওয়া যায়।

2.STP তে গ্যাসীয় এমন একটি যৌগের 3.011×10²² সংখ্যক অনুর ভর 3.2g হলে যৌগটির গ্রাম অনুবিক গুরুত্ব নির্ণয় করো।STP তে 3.2g  গ্যাসীয় যৌগোটির আয়তন কত লিটার ?

উত্তর :

3.011×10²² সংখ্যক অনুর ভর = 3.2 g

1 সংখ্যক অনুর ভর =3.2/3.011×10²²

6.022×10²³ সংখ্যক অনুর ভর = 3.2×6.022×10²³/3.011×10²²

=64 গ্রাম


গ্যাস তীর আণবিক গুরুত্ব = 64 গ্রাম ।


STP তে 64 গ্রাম ×গ্যাসীয় যৌগ এর আয়তন = 22.4 L

STP তে 1 গ্রাম গ্যাসীয় যৌগ এর আয়তন =22.4/64

STP তে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগ এর আয়তন =22.4×3.2/64

=224×32/64×10×10

=224/2×10×10

=112/100

=1.2 লিটার।


3.কোনো ব্যক্তি হতে একটি সুটকেস ভূমির সঙ্গে লম্বভাবে ঝুলিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে গেলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান কত হবে ?ব্যাখ্যা করো।

উত্তর : অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো কার্য সম্পাদন করেছে না।অর্থাৎ কৃত কার্যের মান শূন্য হবে কারণ সুটকেসের সরণের অভিমুখ অভিকর্ষ বলের অভূমুখের সঙ্গে লম্বভাবে থাকে।

এক্ষেত্রে বস্তুর সরণের দিকে বলের কোনো উপাংশা থাকে না।তাই কৃতকার্যের পরিমাণ =F.S =0.S=0

4. একটি 100g ভরের বস্তু 500m উচ্চতা থেকে বাধাহীন ভাবে পড়তে শুরু করার 3s পরে তার গতিশক্তি কত হবে বির্ণয় করো ।

উত্তর: বস্তুটির ভর 100 গ্রাম = 0.1 কিগ্রা

বস্তুটির প্রাথমিক বেগ (u)= 0

বস্তুটির অন্তিম বেগ (v) = u+ gt = gt= 9.81×3 মিটার /সেকেন্ড = 29.43 মিটার /সেকেন্ড

বস্তুটির গতিশক্তি= ½ mv²  = ½×0.1×(29.43)² জুল= 43.30 জুল

Previous Post Next Post