আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।
1. একটি বস্তুর উষ্ণতা 40°C হলে ফারেনহাইট স্কেলে এর মান কত হবে নির্ণয় করো।
উত্তর: এখানে,
C= 40°C
F= ?
আমরা জানি,
C/5=F-32/9
40/5=F-32/9
8/1=F-32/9
F-32=72
F=72+32
F=104°F
2. মেরাসমাস রোগের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায়?
ম্যারাসমাস রোগের লক্ষণ গুলি হল:-
- ক। চামড়া জায়গায় জায়গায় কুঁচকে যায়।
- খ। বুকের হাড় বলে বাইরে থেকে বোঝা যায়।
- গ। চামড়া ও চুল ফ্যাকাশে হয়ে যায়।
- ঘ। হাত, পা সরু সরু হয়ে যায়।
3. তুতের জলীয় দ্রবণে একটি লোহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষণ পরে কি পরিবর্তন দেখা যাবে? এটি কি ধরনের বিক্রিয়া? বিক্রিয়ার সমীকরণটি দাও।
তুতের জলীয় দ্রবণের একটা লোহার পেরেক ডুবিয়ে দিলে লোহা তুঁতে থেকে ধাতব কপার অধ ক্ষিপ্ত করবে এবং ফেরাস সালফেট উৎপন্ন করবে। অধ ক্ষিপ্ত হওয়া কপার লোহার পেরেক এর গায়ে লাল রঙের আস্তরণ সৃষ্টি করবে। এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া।
বিক্রিয়ার সমীকরণ:
4. তোমার দেহ থেকে কোন কোন উপায়ে জল বেরিয়ে যায় ব্যাখ্যা করো।
মানব দেহ থেকে জল নিম্নলিখিত উপায়ে বের হয়-
- ক। অতিরিক্ত পরিশ্রম করলে ঘামের মাধ্যমে জল বেরিয়ে যায়।
- খ। মল, মূত্র ও বমির মাধ্যমে জল বেরিয়ে যায়।