ইতিহাস মাধ্যমিক সাজেশন 2021 | History Madhyamik Suggestion 2021

 ইতিহাস মাধ্যমিক সাজেশন 2021


আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাস 2021 পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
ইতিহাস মাধ্যমিক সাজেশন 2021 | History Madhyamik Suggestion 2021



SAQ :
প্রশ্নমনা : 1


১. স্বদেশ আন্দোলন কালে স্বদেশ ভূমিকে কার সাথে তুলনা করা হয়েছে?

মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে।

২.ভারতে প্রথম কবে আদমশুমারি অনুষ্ঠিত হয় ?

১৮৭২ খ্রিষ্টাব্দে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়।

৩. 'ওমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ' কত খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল ?

১৯১৭ সালে গড়ে উঠেছিল।

৪. ' বয়কট' এর প্রস্তাব প্রথম কোন পত্রিকায় প্রকাশ করা হয় ?

সঞ্জীবনী পত্রিকায় প্রথম ' বয়কট ' এর প্রস্তাব প্রকাশ করা হয়।

৫. বাংলায় ' লক্ষ্মী ভান্ডার ' কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল ?

সরলা দেবী চৌধুরানী এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল।

৬.কবে বাংলার নারী সমাজ আরন্ধন দিবস পালন করেছিল ?

১৬ ই অক্টোবর ১৯০৫ খ্রিস্টাব্দে।

৭.' রাখিবন্ধন ' প্রথম উদযাপিত হয় কবে ?

১৬ ই অক্টোবর ১৯০৫ খ্রিস্টাব্দে।

৮.ভারতের রাজনীতিতে ' গান্ধিযুগ ' কবে থেকে শুরু হয় ?

১৯১৫ খ্রিস্টাব্দ থেকে।

৯ ' স্বদেশ বান্ধব সমিতি ' কবে প্রতিষ্ঠিত হয় ?

১৯০৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

১০. ' জয়শ্রী ' পত্রিকা কে প্রকাশ করেন ?

লীলা নাগ প্রকাশ করেন।

১১. রাওলাট সত্যাগ্রহ ভারতে কবে অনুষ্ঠিত হয় ?

১৯১৯ খ্রিস্টাব্দে ভারতে অনুষ্ঠিত হয়।

১২. বাসন্তী দেবী কে ছিলেন ?

চিত্তরঞ্জন দাসের পত্নী।

১৩. ' গান্ধী বুড়ি ' নামে কে পরিচিত ?

মাতাঙ্গিনি হাজরা।

১৪. ভারতে প্রথম বিপ্লবী মহিলা শহীদ কে ছিলেন ?

প্রীতিলতা ওয়াদ্দেদার।

১৫. ' ঝাঁসি রানী রেজিমেন্ট ' কোন বাহিনীর অন্তর্গত ছিল ?

আজাদ হিন্দ বাহিনীর অন্তর্গত ছিল।

১৬. কত খ্রিস্টাব্দে ' অন্টি সার্কুলার সোসাইটি ' প্রতিষ্ঠিত হয় এবং কে করেন ?

১৯০৫ খ্রিস্টাব্দে শচীন্দ্র প্রসাদ বসু ।

১৭. অনুশীলন সমিতি কবে কে প্রতিষ্ঠা করেন ?

১৯০২ খ্রিস্টাব্দে সতীশ চন্দ্র বসু।

১৮. ভারত ছাড়ো আন্দোলনে একজন দলিত নেত্রীর নাম লেখো ?

শান্তাবাই ভালেরাও।

১৯. ' বি আম্মা ' নামে কে পরিচিত ?

আবেদ বানু।

২০. ' ভগিনী সেনা ' কোথায় সংগঠিত করা হয় ?

মেদনিপুরের তমলুক এ ।
Previous Post Next Post