বাংলা মাধ্যমিক সাজেশন 2021
আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা 2021 পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
১."তবে এ বস্তুটি পকেটে কেন"? - কোন ' বস্তুটি ' পকেটে ছিল?
গিরীশ মহাপাত্রের পকেটে যে ' বস্তুটি' পকেটে থাকার কথা বলা হয়েছে তা হলো গাঁজার কলকে।২. "একটু ' করেকশান' করে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে ।"
কে কি, ছাপানোর কথা বলেছেন ?
তপনের নতুন মেসোমশাই তপনের লেখা প্রথম গল্পটি ছাপানোর কথা বলেছেন।৩."এসো, আমারা কুস্তি লড়ি।"-কে কাকে বলেছিল?
আফ্রিকা প্রতিকূলে বেশ ধারণ করে অর্থাৎ বিরূপের ছদ্মবেশে বিরুদ্ধে শক্তিকে বিদ্রুপ করছিল।
৪. ' অদল বদল'গল্পেটি কে বাংলায় তরজমা করেছেন ?
গুজরাট লেখক পান্নালাল প্যাটেল ' অদল বদল' গল্পটি বাংলা তরজমা করেন অর্ঘ্যকুসুম দত্ত গুপ্ত।
৫. জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরোগীকে দিতে চেয়েছিলেন?
সুবোধ ঘোষের ' বহুরূপী' গল্পে বিরোগীকে জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য একশো টাকা দিতে চেয়েছিলেন।
৬. ' ওর হবে ' কে কার কী হবার কথা বলেছে?
' জ্ঞানচক্ষু ' গল্প অনুসারে লেখক মেসো জহুরির রত্ন চেনার মত তপনের গল্প লেখার মুন্সিয়ানা দেখে ওর লেখক হয়ে ওঠার কথা বলেছে ।
৭." নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে" -নদীর বিদ্রোহের কারণ কি ছিল?
নদীতে বাঁধ বা ব্রিজ তৈরি নদীর বিদ্রোহের কারণ। নদী ক্ষোভ ও রোষ অভিমানী সব চূর্ণ করতে চায়।
৮. "বলতে গেলে ছেলেদুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে," তফাতটা কী?
অমৃত আর ইসাবের মধ্যে একটি তফাৎ ছিল। অমৃতের মা- বাবা আর তিন ভাই ছিল এবং তারা একসঙ্গে থাকত। কিন্তু ইসাবের শুধু মাত্র বাবা ছিল।
৯. "মনে হলে দুঃখ লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই।"- কোন কথা মনে করে অপূর্বের এই মনোবেদনা?
রেঙ্গুন রেল স্টেশনে একদল ফিরিঙ্গি যুবক অপূর্বকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছিল । তাই অপূর্বের এই মনোবেদনা
১০. "অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না"- হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে ?
শিল্পমর্যাদার স্বার্থে বহুরূপী হরিদা জগদীশবাবুর দিতে চাওয়া অর্থ ফিরিয়ে দিলে ভুল করেছিলেন বলে কথক মনে করেছেন। সেই ভুলই অদৃষ্ট কখনো ক্ষমা করবে না।
১১. " গল্প ছাপা হলে যে ভয়ংকর আহ্লাদটা হবার কথা , সে আহ্লাদ খুঁজে পায় না " - উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত হতে না পারার কারণ কি ?
মেসো তপনের লেখা গল্প পুরো "কারেকশান ' করেছেন।তাই আহ্লাদ খুঁজে পায়না।
১২." তাদের চাঁদ সব বোঝে",- নদের চাঁদ কী বোঝে?
৩০ বছর বয়সে নিজের পেশাগত দায়িত্ব কিভাবে পালন করতে হয় এবং আচরণ কেমন হওয়া উচিত তা নদের চাঁদ বোঝে।
১৩. "আমাদের ইতিহাস নেই "- এ কথা বলা হয়েছে কেন?
এর প্রকৃত অর্থ হলো মানুষের পৃথিবীতে আমরা অতি তুচ্ছ ,নগণ্য; সর্বোপরি উপেক্ষিত।
১৪." রক্ত মুছি শুধু গানের গায়ে"- কথাটির অর্থ কী?
কবি মনে করেন যে হিংসা, রক্তাক্ততা থেকে মুক্ত করতে পারে গান বা শিল্পসৃষ্টি।
১৫. "হা ধিক মোরে!"- বক্তা কেন নিজকে ধিক্কার দিয়েছেন?
'অভিষেক ' কাব্যাংশে রাঘর সৈন্যের আক্রমণে লঙ্কার বিপর্যয়ের দিনে বারণপুত্র ইন্দ্রজিৎ বিলাসসুখে ব্যস্ত থাকায় নিজেকে ধিক্কার দিয়েছেন।
১৬." পঞ্চকন্যা পাইলা চেতন।"- পঞ্চকন্যা কিভাবে চেতন ফিরে পেল?
সমুদ্রকন্যা পদ্মা পঞ্চকন্যা অর্থাৎ পদ্মাবতী ও তার চার সুখীকে গায়ে- মাথায় সেঁক দিলেও তন্ত্র মন্ত্র এবং মহাঔষদ্ধি প্রয়োগ করলে তারা চেতনা ফিরে পায়।
১৭. "তোরা সব জয়ধ্বনি কর।"- কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন?
কবি নজরুল পরাধীন ভারত এ কুসংস্কারচ্ছন্ন, অবচেতন, অর্ধচেতন মানুষকে (তোরা) জয়ধ্বনি করতে বলেছেন।
১৮. "গানের বর্ম আজ পরেছি গায়ে।"-গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে চান?
গানের বর্ম পরিধান করে কবি আত্মরক্ষা ও সামাজিক বৈষম্য দূর করতে চান। কারণ গান অতি শক্তিময়।
১৯. "শিশু আর বাড়িরা খুন হলো"- তারা খুন হলো কেন?
কবি পাবলো নেরুদার মতে বিশ্বযুদ্ধের সর্বগ্রাসী থাবায় ভস্মীভূত হয় আপামর নর-নারী থেকে মনুষ্যত্বের প্রাণী। ভস্মীভূত হয় গৃহ থেকে দেবালয়। তাই তারা খুন হলো।
২০.' আমাদের পথ নেই আর '- তাহলে আমাদের করণীয় কি?
'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতায় কোবি সমৃহ অর্থনৈতিকতায় বিপর্যস্ত আমাদের মাথা তুলে বাঁচার জন্য এক সম্মিলিত সোচ্চারে প্রতিরোধে গড়ে তোলা কাম্য বলে অভিমত দিয়েছেন।