Madhyamik Physical Science Suggestion 2021 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2021

 আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন ।লিংক নীচে দেওয়া আছে।

Madhyamik Physical Science Suggestion 2021 |  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2021


১.বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয় ?

বায়ুমণ্ডলের ট্রাপস্ফিয়ার স্তরে

২. ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতার কি পরিবর্তন ঘটে ?

ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা কমে।

৩.প্রমাণ চাপের মান কত ?

প্রমাণ চাপের মান 1.013×10⁵pa / 1atm / 76cmHg.

৪. সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত ?

সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান 273°C ।

৫.STP তে কোনো গ্যাসের মোলার আয়তন কত ?

STP তে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4L.

৬.এমন একটি অধাতুর নাম লেখো, যার তাপ পরিবাহিতাঙ্ক সর্বোচ্চ ।

C¹² সমস্থানিক সমৃদ্ধ সংশ্লেষিত হীরক ।

৭. একটি বস্তুকে একটি উত্তল লেন্সের ফোকাস এ রাখা হলে ঐ বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে ?

একটি বস্তুকে একটি উত্তল লেন্সের ফোকাস এ রাখা হলে ঐ বস্তুর প্রতিবিম্ব অসীম দূরত্বে গঠিত হবে

৮.বিবর্ধক কাচ হিসেবে কোন প্রকার লেন্সের ব্যবহার করা হয় ?

বিবর্ধক কাচ হিসেবে উত্তল লেন্স ব্যবহার করা হয়

৯.কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাপা হয় ?

অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহ মাপা হয়

১০.নেসলার বিকারক কি ?

নেসলার বিকারক হল পটাশিয়াম মারকিউরিক আয়োডায়েডের ক্ষারিয় দ্রবণ।

১১.PVC মনমারের নাম কি ?

ভিনাইল ক্লোরাইড।

১২. একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি ?

একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম মিথেন।

১৩. ওলিয়াম কি ?

98% গাঢ় সালফিউরিক অ্যাসিড ও সালফার ডাই অক্সাইড এর মিশ্রণকে ওলিয়াম বলে।

১৪. রোধাঙ্কের SI একক কী ?

রোধাঙ্কের SI একক ওহম মিটার।

১৫. রুপোর ওপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয় ?

রুপোর ওপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে পটাশিয়াম আরোসায়ানাইট ব্যবহার করা হয়

১৬. ধনাক্তক আধান যুক্ত তড়িৎ কণার নাম লেখো।

ধনাক্তক আধান যুক্ত তড়িৎ কণার নাম আলফা।

১৭.CH3 CH2 CH2OH এর IUPAC নাম লেখো ।

প্রপান 1 অল ।

১৮. ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যাবহৃত হয়। একটি অ্যামনিয়া অপরটি ?

ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যাবহৃত হয়। একটি অ্যামনিয়া অপরটি CO2.

১৮. আলকবিচ্ছুরণ কি ?

বহুবর্ণী আলো স্বচ্ছ মাধ্যমে প্রতিসৃত হয়ে ভিন্নবর্ণে বিভক্ত হওয়া।

১৯. তড়িৎ বিশ্লেষণ এ কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয় ?

তড়িৎ বিশ্লেষণ এ তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়

২০. বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যতি দেখা যায় ?

বায়ুমণ্ডলের আয়নস্তরেমেরুজ্যতি দেখা যায়
Previous Post Next Post