আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন ।লিংক নীচে দেওয়া আছে।
ভূমিকা: ১৮৫৪ খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধ পূর্ব অঞ্চল ও বলকান সমস্যার একটি উল্লেখযোগ্য অধ্যায়। দুই বছর ধরে এই যুদ্ধ চলার পর ১৮৫৬খ্রিস্টাব্দে প্যারিসের সন্ধির দ্বারা ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয়। এই যুদ্ধের একপক্ষ ছিল- রাশিয়া অন্যপক্ষে ছিল- ইংল্যান্ড, ফ্রান্স, তুরস্ক ও পিডমন্ট-
সার্ডিনিয়া। অতিতুচ্ছ কারণকে কেন্দ্র করে এই যুদ্ধের সূচনা হয়।
ক্রিমিয়ার যুদ্ধের কারণ-
১. বিপরীতমুখী স্বার্থ : সমুদ্রপথে স্থায়ী জলপথ লাভের জন্য রাশিয়া তুরস্কের দুর্বলতার সুযোগ নিয়ে রাশিয়া তুরস্ককে গ্রাস করতে উদ্যোগী হয়। অন্যদিকে তৃতীয় নেপোলিয়ান রাশিয়াকে পরাস্ত করে স্বদেশে জনপ্রিয় চান ব্রিটেনের চাইতো তুরস্কের স্বাধীনতা।২. গ্রিক ও ল্যাটিন খ্রিস্টাব্দের দ্বন্দ্ব: তৃতীয় নেপোলিয়ন কর্তিক প্যালেস্টাইন এ খ্রিস্টান ধর্ম স্থান গুলির ওপর ক্যাথলিকদের বিরুদ্ধে অধিপত্য স্থাপনের চেষ্টা করলে ল্যাটিন ও গ্রিক ধর্মযাজকদের সমার্থক অন্যদিকে রাশিয়া ছিল গ্রীক ধর্মযাজকদের সমর্থক।
৩. ইংল্যান্ডের বিরোধিতা: জার প্রথম নিকোলাস ইংল্যান্ডকে ইউরোপের 'রুগ্ন ব্যক্তি' তুরস্কের ব্যবচ্ছেদ প্রস্তাব দিলে ইংল্যান্ড নিজের স্বার্থেই তুরস্ক ব্যবচ্ছেদ অপেক্ষা। ব্রিটিশ জনমত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য সোচ্চার হন।
৪. ফ্রান্সের লক্ষ্য: ফরাসি সম্রাট নেপোলিয়ান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে ফ্রান্সের গৌরব বৃদ্ধি করতে চেয়েছিলেন। এছাড়াও ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের একটি ব্যক্তিগত কারণ ও ছিল। তৃতীয় নেপোলিয়ন বংশানুক্রমিক অধিকারের বলে সিংহাসন লাভ করতে আগ্রহী হয়।
৫. পিডমন্ট সার্ডনিয়ার লক্ষ্য: পিডমন্ট সার্ডনিয়ার প্রধানমন্ত্রী ক্যাডুরের লক্ষ্য ছিল ইঙ্গ ফরাসিশক্তিকে সহায়তা করে জার্মানির ঐক্যর বিষয়টি আন্তর্জাতিক তুরস্ক তুলে ধরা। প্রত্যক্ষ কারণ ১৮৫২ খ্রিস্টাব্দে রাশিয়ার জার নিকোলাস তুরস্কের কাছে দাবি করেন যে তুরস্কের গ্রিক খ্রিস্টান চার্চ ও যাজকদের অভিভাবকত্ব হাতে প্রধান করতে হবে।
৬. ডিয়েনা নোট:
রাশিয়ার এরূপ আচরণ ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া শঙ্কিত হয়ে ওঠে তারা ডিয়েনায় মিলিত হয়ে একটিপ্রস্তাব গ্রহণ করে যা ডিয়েনা নোট নামে পরিচিত। এই নোটে তারা রাশিয়াকে মালদাভিয়া ও ওয়ালাচিয়া থেকে সৈন্য প্রত্যাহারের দাবি জানালে রাশিয়া তাতে কর্ণপাত না করলে ১৮৫৪ খ্রিস্টাব্দে শুরু হয়ে যায় ক্রিমিয়ার যুদ্ধ। প্যারিসের সন্ধি দ্বারা এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।