ভূগোল মাধ্যমিক সাজেশন 2021
আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর ভূগোল 2021 পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
প্রশ্নমান ১১. প্লাস্টিক কোন ধরনের বর্জ্য ?
জৈব অভঙ্গুর / জৈব আবিশ্লেশ্য / কঠিন ধরনের বর্জ্য।
২.কঠিন বর্জ্যের অক্সিজেন বিহীন দহনকে কি বলে ?
পাইরোলিসিস ।
৩.চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কোন যন্ত্রের সাহায্যে বিশ্লিষ্ট করা হয় ?
ইনসিনেটর যন্ত্রে।
৪.যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো ।
জলবিভাজিকা।
৫. পৃথিবীর বৃহত্তম গিরিখাতের কোনটি ?
পৃথিবীর বৃহত্তম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন।
৬. প্যাটারণস্টার হ্রদ কোথায় সৃষ্টি হয় ?
হিমদ্রনী বা হিমবাহ উপত্যকায়।
৭. পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত ?
পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ ৩৪ শতাংশ।
৮. বায়ুরচাপ মাপার একক কী ?
বায়ুরচাপ মাপার একক মিলিবার।
৯. সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত ?
সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ১০০ শতাংশ।
১০. আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র স্রতের নাম করো।
আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র স্রতের নাম বেঙ্গুয়েলা স্রোত।
১১.ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি ?
কারাকোরাম গিরিপথ।
১২. নর্মদা নদীতে সৃষ্টি উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কি ?
জলপ্রপাতটির নাম ধুঁয়াধার।
১৩. প্রধানত কোন্ বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে ?
মৌসুমী বায়ুপ্রবাহ।
১৪. ভারতের কোন্ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ ?
কৃষ্ণমৃত্তিকা।
১৫. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত ?
ভারতের সুন্দরবন অঞ্চলে।
১৬. ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার টি কোথায় অবস্থিত ?
দেরাদুনে।
১৭. কোন্ সড়ক পথের মাধ্যমে দিল্লি , মুম্বাই , চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে ?
সোনালী চতুর্ভুজের মাধ্যমে।
১৮. ভারতের একটি শুকমুক্ত বন্দরের নাম লেখো ।
ভারতের একটি শুকমুক্ত বন্দরের নাম হল গুজরাটের কান্ডালা।
১৯. ভারতের কোথায় সব থেকে বেশি বৃষ্টি হয় ?
মৌসিনরামে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়।
২০. ভারতের জলবায়ু কি প্রকৃতির ?
ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।