আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন ।লিংক নীচে দেওয়া আছে।
ভুমিকা: ১৮৩০ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের ফলে ফ্রান্স বুঁরবো রাজতন্ত্রের অবসান হয়।আর্লিয়েস বংশীয় লুই সাংবিধানিক রাজা হিসাবে শপথ নেন। জুলাই বিপ্লবের ফলে লুই ফিলিপ সিংহাসন লাভ করে। তার শাসন কাল জুলাই রাজতন্ত্র নামে পরিচিত। ১৮ বছর ক্ষমতায় অধিষ্ঠিত থাকার পর ১৮৪৮ খ্রিস্টাব্দে ফেব্রূয়ারি বিপ্লবের উত্তাল তরঙ্গে এই রাজতন্ত্রের পতন ঘটে।ফেব্রূয়ারি বিপ্লবের কারণ গুলি হল-
১. সমস্ত রাজনৈতিক দলের বিরোধিতা:
লুই ফিলিপ প্রথম থেকেই কোন রাজনৈতিক দলের সমর্থন পাননি। সমাজতন্ত্রীরা ধনী ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার দিকটির তীব্র বিরোধী ছিলেন। তাঁরা মনে করতেন লুই ফিলিপ গণতন্ত্রবিরোধী।
২. কৃষি ব্যবস্থার সংকট:
বিভিন্ন ঐতিহাসিকদের মতে ১৮৪৬-৪৭ খ্রিস্টাব্দে ফ্রান্সে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা যায়।আলুতে পোকা লাগা, অনা বৃষ্টিতে গমের ফসল নষ্ট হয়। জিনিসপত্রের দাম বেড়ে গেলে খেটে খাওয়া মানুষের দুর্দশার তীব্র হয়ে ওঠে।
৩. বুর্জোয়াদের প্রাধান্য:
লুই ফিলিপ ধীরে ধীরে সম্পূর্ণভাবে বুর্জোয়া নিয়ন্ত্রিত হয় পড়ে। লুই ফিলিপ ভোটাধিকার সম্প্রসারিত করলে বুর্জোয়া শ্রেণীর প্রায় প্রত্যেককে ভোটাধিকার পেলেও শ্রমিক, কৃষকরা বঞ্চিত হন
৪.লুই ফিলিপের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতিতে ব্যর্থতা:
লুই ফিলিপ অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে যেমন ব্যর্থ ছিলেন অন্যদিকে পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও তিনি সম্পূর্ণ ব্যর্থ ছিলেন। তার পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য ছিল যুদ্ধ এড়িয়ে চলা। পররাষ্ট্রনীতির বদলে লুই ফিলিপের শান্তিবাদী পররাষ্ট্র নীতি ও মধ্যপন্থিতে ফরাসিদের অসন্তোষট সৃষ্টি করে।
৫. শ্রমিক শ্রেণীর অসন্তুষ্ট:
সরকার কর্তৃক শিল্প উদ্যোগের অভাব এবং শ্রমিক শ্রেণীর উন্নয়নে সরকারের ব্যর্থতায় শ্রমিকদের কাজের কোন সীমা ছিল না। মজুরি ছিল স্বল্প, অস্বাস্থ্যকর পরিবেশ থেকে তাদের জীবন অন্ধকারছন্ন হয়ে গিয়েছিল।
৬. লুই ফিলিপের স্বৈরাচারী আকাঙ্ক্ষা:
উদারপন্থীভাব দেখালেও লুই ফিলিপ আন্তরিকভাবে উদারপন্থী ছিলেন না। জ্যাক দ ব্রজের ভাষায় জেদি ও নীতি বিজ্ঞান হীন নাগরিক রাজা আপাতত ভালো মানুষের অন্তরালে স্বৈরাচারী শাসনে জনগণ হতাশ হয়ে পড়েন। তাদের ক্ষোভের বহি প্রকাশ ঘটে ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে।
৭. ক্যাথলিকদের বিরোধিতা:
ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ফ্রান্সের প্রতি ক্যাথলিকদের বিরোধিতা এই বিপ্লবীর অন্যতম কারণ।
৮.ফেব্রূয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ ও বিপ্লবের সূচনা:
১৮৪৮ খ্রিস্টাব্দে লামাতিন, তিয়ের ব্যাংক প্রমুখ নেতৃবৃন্দ গণতান্ত্রিক শাসন ভোটাধিকার সম্প্রসারণের দাবিতে একটি ভোজসভার আয়োজন করলে সরকার তাতে নিষেধাজ্ঞা জারি করে।
লুই ফিলিপ বাধ্য হয়ে প্রধানমন্ত্রী গিজাকে বরখাস্ত করেন কিন্তু জনতার মিছিল ক্রমশ সন্ত্রাস আকার ধারণ করে করলে ২৪ শে ফেব্রুয়ারি রাজা ভীত হয়ে সিংহাসন ত্যাগ করে ইংল্যান্ড পলায়ন করলে জুলাই রাজতন্ত্রের অবসান হয় প্রজাতন্ত্রী ও সমাজতন্ত্রীরা মিলিতভাবে ফ্রান্সকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে।
লুই ফিলিপ বাধ্য হয়ে প্রধানমন্ত্রী গিজাকে বরখাস্ত করেন কিন্তু জনতার মিছিল ক্রমশ সন্ত্রাস আকার ধারণ করে করলে ২৪ শে ফেব্রুয়ারি রাজা ভীত হয়ে সিংহাসন ত্যাগ করে ইংল্যান্ড পলায়ন করলে জুলাই রাজতন্ত্রের অবসান হয় প্রজাতন্ত্রী ও সমাজতন্ত্রীরা মিলিতভাবে ফ্রান্সকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে।