WB Madhyamik Bengali Suggestion 2021 | বাচ্য কাকে বলে ? উদাহরণ দাও । বাচ্য কয় প্রকার ও কী কী আলোচনা করো ।



WB Madhyamik Bengali Suggestion 2021 | বাচ্য কাকে বলে ? উদাহরণ দাও । বাচ্য কয় প্রকার ও কী কী আলোচনা করো । 

WB Madhyamik Bengali Suggestion 2021 | মাধ্যমিক বাংলা সাজেশন 2021 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো । আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা 2021 পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

WB Madhyamik History Suggestion 2021 | বাচ্য কাকে বলে ? উদাহরণ দাও । বাচ্য কয় প্রকার ও কী কী আলোচনা করো ।

বাচ্য কাকে বলে ?

বাক্যে ক্রিয়ার যে রূপভেদ দ্বারা কর্তা,কর্ম বা ক্রিয়ার ভাবের সঙ্গে ক্রিয়াপদটির অম্বয়ের বৈশিষ্ট্য নির্ণীত হয়,তাকে বাচ্য বলা হয়।

যেমন - পুলিশ চোরটিকে ধরল।


সুতরাং বাচ্য হল ক্রিয়ার প্রকাশভঙ্গি।বাচ্যের দ্বারা বাক্যের কর্তা, কর্ম ও ক্রিয়ার ভাবের প্রাধান্য বোঝ যায়।

বাচ্য কয় প্রকার ও কী কী আলোচনা করো । 

বাংলা ব্যাকরণের বাচ্য চার প্রকার। যথা -


১. কতৃবাচ্য
২. কর্মবাচ্য
৩. ভাববাচ্য
৪. কর্মকতৃবাচ্য

১.কতৃবাচ্য :

কর্তা যে বাচ্যে প্রধান রূপে প্রতিয়মান হয় এবং ক্রিয়া তার অনুগামী হয়, তাকে কতৃবাচ্য বলে।
যেমন - রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছিলেন।


কতৃবাচ্য এর বৈশিষ্ট্য -

  • ক.কতৃবাচ্য এর ক্রিয়া অনেক সময় কোনো ব্যক্তিকে অনুসরন করে বলে একে ব্যক্তিক বাচ্যও বলা হয়।
  • খ.কর্তার প্রাধ্যান্য থাকে।
  • গ.ক্রিয়ার সর্বদা কর্তার অনুগামী হয়।
  • ঘ. সকর্মক ও অকর্মক দুটি ক্রিয়ারই কতৃবাচ্য হতে পারে।

২.কর্মবাচ্য :

যে বাচ্যে কর্মই প্রধান,কর্তা স্বয়ং গৌণ হয়ে পড়ে, এবং ক্রিয়া কর্মের অনুগামী হয়,তাকে কর্মবাচ্য বলে।


যেমন - পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে।

কর্মবাচ্য এর বৈশিষ্ট্য :

  • ক. কর্মবাচ্যে কর্মের প্রাধান্য থাকে।
  • খ.ক্রিয়া সর্বদা কর্মের অনুগামী হয়।
  • গ.কর্ম বিভক্ত শূন্য হয়।
  • ঘ.কর্মবাচ্যে কর্তার দ্বারা,দিয়ে কতৃক অনুসর্গ যুক্ত হয়।

৩. ভাববাচ্য :

যে বাচ্যে কর্তা বা কর্মের প্রাধান্য এর থেকে ক্রিয়ার ভাব প্রধান হয়ে ওঠে,তাকে ভাববাচ্য বলা হয়।
যেমন - আমার কাজ শেষ হয়েছে।


ভাববাচ্য এর বৈশিষ্ট্য :

  • ক. ভাব বাচ্যের কর্তা ' র ' বা ' এর ' অথবা ' রে ' বা ' কে ' ভিভক্তিযুক্ত হয়।কর্তা উহ্য থাকতে পারে
  • খ. ভাববাচ্য অধিকাংশ ক্ষেত্রে কর্মহীন।
  • গ. ভাববাচ্য এর কর্ম ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে যায়।

৪. কর্মকতৃবাচ্য :

যে বাচ্যে কর্তা থাকে নিরপেক্ষ আর কর্ম কর্তার মতো কাজ করে তাকে কর্মকতৃবাচ্য বলে।


কর্মকতৃবাচ্য এর বৈশিষ্ট্য :

  • ক. যখন ক্রিয়ার কাছে ' কে ' ও ' কী ' দিয়ে প্রশ্ন করে একই উত্তর পাওয়া যায়,তখন কর্মকতৃবাচ্য বলে।
  • খ. কর্মকতৃপদ না হলে কর্মকতৃবাচ্যই হয় না।
  • গ. কর্মকতৃবাচ্য এ ক্রিয়ার রূপ কেবল কতৃবাচ্য

Previous Post Next Post