মাধ্যমিক জীবিনবিজ্ঞান সাজেশন 2021 | WB Madhyamik Life Science Suggestion 2021

 WB Madhyamik Life Science Suggestion 2021

WB Madhyamik Life Science Suggestion 2021 | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2021 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর জীবন বিজ্ঞান 2021 পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
মাধ্যমিক জীবিনবিজ্ঞান সাজেশন 2021 | WB Madhyamik Life Science Suggestion 2021


১. মেনিনিজেস কি ?

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ত্রিস্তরী আবরণ।

২. মানবদেহের ক্ষুদ্রতম পেশীর নাম কি ?

মানবদেহের ক্ষুদ্রতম পেশীর নাম হল স্টেপিডিয়াস।

৩.সারা বিশ্বে জীব বৈচিত্রের হটস্পট এর সংখ্যা কত ?

সারা বিশ্বে জীব বৈচিত্রের হটস্পট এর সংখ্যা ৩৪ টি।

৪. যৌন জননের একক কী ?

যৌন জননের একক গ্যামেট।

৫. DNA এর পুরো নাম কি ?

দি আক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড।

৬.TSH এর পুরো নাম কি ?

থাইরয়েড স্টিমুলেটিং হরমোন।

৭. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের নাম কি ?

স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের নাম নিউরন।

৮. লজ্জাবতী লতা স্পর্শ করলে ওর পত্রকগুলি তৎক্ষণাৎ ভাঁজ হয়ে যায়,এটি কি প্রকার চলন ?

এটি ন্যাস্টিক চলন।

৯.কোন উদ্ভিদ হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে ?

আক্সিন হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে।

১০. মায়োপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহারে ত্রুটি দূর হয় ?

অবতল লেন্সের ব্যবহারে ত্রুটি দুর করা হয়।

১১.কোন প্রকার কোষ বিভাজনে বেম বা স্পিন্ডল গঠিত হয় না ?

অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেম বা স্পিন্ডল গঠিত হয় না ।

১২. জনুক্রম কাকে বলে ?

জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক অবর্তনকে জনুক্রম বলে।

১৩. রেনু কি ?

অযৌন জননের একক রেনু।

১৪. সাইন্যপস কী ?

দুটি নিউরনের সংগযোগ স্থলকে সাইন্যপস বলে।

১৫. সুপ্রজনন বিদ্যার জনকের পুরো নাম কি ?

সুপ্রজনন বিদ্যার জনকের পুরো নাম গ্রেগর জোহান মেন্ডেল।

১৬. প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা কে ?

প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা চার্লস ডারউইন।

১৭. ' অর্জিত বৈশিষ্ট্যের বিংশানুক্রমিক সঞ্চারণ ' এই তত্ত্বের প্রবক্তা কে ?

এই তত্ত্বের প্রবক্তা ল্যামার্ক।

১৮.একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো ।

একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম সিউডোমোনাস।

Previous Post Next Post