WB Madhyamik Life Science Suggestions 2021
WB Madhyamik Life Science Suggestion 2021 | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2021 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর জীবন বিজ্ঞান 2021 পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
Mark -2
১.অ্যালিল কাকে বলে ?
সমসংস্থ ক্রোমোজোম এর নির্দিষ্ট লোকাসে অবস্থিত বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানের এক একটি কে অ্যালিল বলে।২. লোকাস বলতে কী বোঝো ?
ক্রোমোজোমের উপর যে স্থানে কোন জিন অবস্থান করে সেই স্থানটিকে লোকাস বলে। একটি নির্দিষ্ট জিন একটি নির্দিষ্ট ক্রোমোজোমের একটি নির্দিষ্ট অংশে অবস্থান করে, ক্রোমোজোমের এই অংশটিকে লোকাস বলে।৩. প্রকট ও প্রচ্ছন্ন বলতে কি বোঝো ?
দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য যুক্ত জীবের মধ্যে সংকরায়নের ফলে প্রথম অপত্য জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় তাকে প্রকট বৈশিষ্ট্য এবং যে বৈশিষ্ট্যটি সুপ্ত থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে।৪. মেন্ডেল কেন মটর গাছকে তাঁর পরীক্ষার জন্য নির্বাচন করেন ?
মটর গাছ কে পরীক্ষার জন্য নির্বাচন করার কারণ গুলি হল -- মটর গাছ দ্রুত বংশ বিস্তারে সক্ষম।
- মটর গাছ অনেক বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত।
- মটরফুল উভয়লিঙ্গ, স্বপরাগ।
- আল্পস্থানে সহজেই মটরগাছ ফলানো যায়।
৫. মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলি লেখো ।
মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলি হল -- মটর গাছের একজোড়া / দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা চালান।
- নির্বাচিত উদ্ভিদগুলো বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ছিল।
৬. পৃথক ভবনের সূত্রটি বিবৃত করো ।
কোনো জীবের একজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য জনিতৃ জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্য কখনও মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়।৭. স্বাধীন সঞ্চালনের সূত্রটি লেখ ।
কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীধর্মী বৈশিষ্ট্যগুলি জনিতৃ জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠিনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয়,তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যেকোনো বিপরীত বৈশিষ্ট্যের সাথে সম্ভাব্য সকল প্রকার সমন্বয় সঞ্চারিত হয়।৮.অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে ?
বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মধ্যে সংকরায়নের ফলে প্রথম অপত্য জনিট যদি মিশ্র বৈশিষ্ট্য প্রকাশিত হয়,সেই ঘটনাকে বলে অসম্পূর্ণ প্রকটতা।৯. প্রকটতার সূত্রটি বিবৃত করো।
বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মধ্যে সংকরায়নে প্রথম অপত্য জনুতে প্রকট গুণটিই প্রকাশিত হয় এবং প্রচ্ছন্ন গুণটি সুপ্ত থাকে।একই Law of dominance বলে।১০. Test Cross কাকে বলে ?
F1 এ উৎপন্ন জীবের সাথে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যুক্ত জনিতৃ জীবের সংকরায়নকে Test Cross বলে।উদাহরণ : Tt×tt
১১.Back Cross কাকে বলে ?
F1 এ উৎপন্ন জীবের সাথে যেকোনো অপত্য এর সংকরায়ণকে Back Cross বলে।উদাহরণ : Tt×TT,Tt×tt
১২. প্রকরণ বলতে কী বোঝ ?
পরিবেশের দ্বারা জিনের মধ্যমে এক ই প্রজাতিভুক্ত জীবেদের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে প্রকরণ বা ভেদ বলে।১৩. পরিব্যক্তি কাকে বলে ?
কোন জীবের ফিনোটাইপে অপেক্ষাকৃত স্থায়ী প্রকৃতির হঠাৎ কোনো বংশানু কারী পরিবর্তনকে পরিব্যক্তী বা Mutation বলে।১৪. সংকর জীব বলতে কি বোঝ ?
দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে মিশ্র বৈশিষ্ট্য যুক্ত যে জীবের সৃষ্টি হয়, তাকে সংকর জীব বলে।উদাহরণ : TT×tt=Tt (সংকর লম্বা মটর গাছ)
১৫. বিশুদ্ধ জীব বলতে কি বোঝ ?
দুটি সম বা অবিমিশ্র বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে যে জীবের সৃষ্টি হয়, তাকে বিশুদ্ধ জীব বলে।উদহারন : TT×TT=TT (বিশুদ্ধ লম্বা মটর গাছ )
১৬. হিমোফিলিয়া এর লক্ষণ উল্লেখ করো ।
হিমোফিলিয়া একটি বংশগত রোগ।এই রোগে আঘাতপ্রাপ্ত স্থান থেকে অবিরাম রক্তক্ষরণ হতে থাকে।১৭. বর্ণঅন্ধতার লক্ষণ গুলি লেখো।
লাল - সবুজ বর্ণ চিনতে না পারে বা লাল - সবুজ বর্ণ দেখতে না পাওয়ায়।