WB Madhyamik Life Science Suggestions 2021 | মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন 2021 | জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়


WB madhyamik life Science Suggestions 2021 | মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন 2021 | জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়

WB Madhyamik Life Science Suggestion 2021 | মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন 2021 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো । আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর জীবনবিজ্ঞান 2021 পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

WB Madhyamik Life Science Suggestions 2021 | মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন 2021 | জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়



প্রথম অধ্যায়: জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়


Mark:1

1. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে তৎক্ষণাৎ গুটিয়ে যায় এটি কি ধরনের চলন ?

সিসমোন্যাস্টিক চলন।

2. কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায় এটি কি ধরনের চলন ?

ফটনাস্টিক চলন।

3. বনচাঁড়াল উদ্ভিদের পাতার পত্রফলকের সঞ্চালনের কারণ কি ?

রসস্ফীতি জনিত চাপের পরিবর্তন।

4. বনচাঁড়াল এর পার্শ্ব পত্রকে যে চলন দেখা যায় তা হল_____

প্রকরণ চলন।

5. উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলন কে_____চলন বলে।

ন্যাস্টিক

6. উদ্ভিদের ট্যাকটিক চলন এর উদাহরণ দাও।

ভলভক্স স্বল্প আলোর দিকে অগ্রসর হয় কিন্তু প্রখর আলো থেকে দূরে সরে যায়।

7. জলে দ্রবণীয় দুটি উদ্ভিদ হরমোনের নাম লেখ।

অক্সিন ও জিব্বেরেলিন।

8. কোন হরমোন উদ্ভিদের পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় ?

জিব্বেরেলিন।

9. কোন হরমোনকে এন্টি জিব্বেরেলিন বলা হয় ?

অ্যাবসাইসিক অ্যাসিড।

10. একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম লেখ।

ইনডোল অ্যাসিটিক অ্যাসিড।

11. একটি নাইট্রোজেন যুক্ত আম্লিক উদ্ভিদ হরমোনের নাম লেখ।

অক্সিন।

12. কোন উদ্ভিদ হরমোন অগ্রমুকুল এর প্রাধান্যের জন্য দায়ী ?

অক্সিন।

13. কোন হরমোন বীজ হীন ফল উৎপাদনে সাহায্য করে ?

অক্সিন।

14. জিনগত বামনত্ব দূর করা হয় কি প্রয়োগ করে?

জিব্বেরেলিন।

15. কোষের সাইটোপ্লাজম বিভাজন এ সাহায্য করে_____

সাইটোকাইনিন।

16. বীজপত্র ও মূলে কোন হরমোন থাকে ?

জিব্বেরেলিন।

17. উদ্ভিদের ট্রপিক চলন এ সাহায্যকারী হরমোন টি হল____

অক্সিন।

18. কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে TSH নির্গত হয় ?

পিটুইটারি।

19.একটি অন্তঃক্ষরা গ্রন্থির নাম লেখ।

থাইরয়েড।

20. কোন হরমোন কে ক্যালরিজেনিক হরমোন বলে ?

থাইরক্সিন।

21. অ্যান্টি কিটোজেনিক হরমোন কাকে বলে ?

ইনসুলিনকে।

22. ADH এর ক্ষরণস্থল উল্লেখ করো।

পশ্চাৎ পিটুইটারি।

23. বৃক্কের উপর কোন ক্ষরা গ্রন্থি অবস্থিত ?

অ্যাড্রিনাল গ্রন্থি।

24.GTH কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় ?

অগ্র পিটুইটারি।

25. একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও।

অগ্নাশয়।

26. আপাতকালীন হরমোন কাকে বলে ?

অ্যাড্রিনালিন কে।

27. রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে কোন হরমোন ?

ইনসুলিন ও গ্লুকাগন।

28. পরিণত স্ত্রী দেহের ডিম্বাশয় এর গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন টির নাম কি?

প্রোজেস্টেরন।

29. অ্যাড্রিনালিন কোথা থেকে ক্ষরিত হয় ?

এড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে।

30. টেস্টোস্টেরনের উৎস কি ?

শুক্রাশয় এর লেডিগের অন্তর কোষ।


31. ইনসুলিন হরমোন টি কোন গ্রন্থি থেকে নির্গত হয় ?

অগ্নাশয় আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি থেকে।

32. BMR নিয়ন্ত্রণকারী হরমোন টির নাম কি ?

থাইরক্সিন।

33. চোখের কোন দৃষ্টি জনিত ত্রুটি সংশোধনের জন্য উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয় ?

হাইপারমেট্রোপিয়া।

34. লঘু মস্তিষ্কের গোলার্ধ গুলি যে অংশ দ্বারা যুক্ত থাকে তার নাম লেখ।

ভারমিস।

35. গ্যাংগলিয়ন কিভাবে গঠিত হয় ?

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে বহু নিউরনের কোষদেহ মিলিত ও আবরণী বেষ্টিত হয়ে গ্যাংগলিয়ন গঠিত হয়।

36. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ এর সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হলো____

লঘু মস্তিষ্ক।


37. অ্যামিবার গমন অঙ্গের নাম কি ?

ক্ষণপদ।

38. প্যারামেসিয়াম এর গমন অঙ্গের নাম কি ?

সিলিয়া।

39. মানব মস্তিষ্কের তিন স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে একত্রে কি বলে ?

মেনিনজেস।

40. মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া ?

31 জোড়া।
Previous Post Next Post