WB Madhyamik History Suggestion 2021 | মাধ্যমিক ইতিহাস সাজেশন 2021
WB Madhyamik History Suggestion 2021 | মাধ্যমিক ইতিহাস সাজেশন 2021 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো । আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাস 2021 পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
প্রশ্নমান - ২
১.স্বদেশ আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকটি দমনমূলক সার্কুলারের নাম লেখো।
কার্লাইল সার্কুলার, পেডলার সার্কুলার,নিয়ন সার্কুলার ইত্যাদি।২.কোন পরিস্থিতিতে প্রথম জাতীয় শিক্ষা আন্দোলন শুরু হয় ?
১৯০৫ খ্রিষ্টাব্দে কার্জনের বঙ্গভঙ্গ সিদ্ধান্তের প্রতিবাদে ' স্বদেশ ও বয়কট ' আন্দোলন শুরু হলে ছাত্ররা সরকার পরিচালিত স্কুল কলেজ ছেড়ে বেরিয়ে আসতে থাকে।এই পরিস্থিতিতে জাতীয় নেতৃবৃন্দ ছাত্রদের জন্য জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে,যার ফলস্বরূপ জাতীয় শিক্ষা আন্দোলন শুরু হয়।৩. বঙ্গভঙ্গ বিরোধী জাতীয় শিক্ষা আন্দোলন সাফল্য পায়নি কি ?
বঙ্গভঙ্গ বিরোধী জাতীয় শিক্ষা আন্দোলন সফল না হওয়ার কারণ হল -- সরকার পরিচালিত শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি ।
- জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করার পর ছাত্র-ছাত্রীদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বিরাট সমস্যা দেখা দিয়েছিল ।
৪.অ্যান্টি সার্কুলার সোসাইটি কি ?
১৯০৫ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে কলকাতা রিপন কলেজের ছাত্র শচীন্দ্র প্রসাদ বসু নেতৃত্বে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল, যার সভাপতি ছিলেন কৃষ্ণ কুমার মিত্র এবং সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ নিজেই। এই সোসাইটির মূল উদ্দেশ্য ছিল ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করা এবং বঙ্গভঙ্গ আন্দোলনে ছাত্রদের শামিল করার ফলে যে সমস্ত ছাত্র স্কুল কলেজ থেকে বহিষ্কার হয়েছিল তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করা।৫. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় বাংলার দুটি গুপ্ত সমিতির নাম লেখ ?
ঢাকার মুক্তি সংঘ, ফরিদপুরে ব্রতী সমিতি, কলকাতার যুগান্তর দল, কলকাতা অনুশীলন সমিতি ও ময়মনসিংহের সাধারণ সমিতি ।৬.পাঞ্জাবে দুজন বিপ্লবীর নাম লেখ ।
কৃষ্ণ বর্মন লালা হরদয়াল ও অজিত সিং আম্বা প্রসাদ প্রমুখ।৭.কোমাগাতামারু ঘটনা কি ?
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে গদর পার্টির বেশ কিছু সদস্য কোমাগাতামারু জাহাজে কলকাতার বজবজ এ অবতরণ করলে পুলিশের গুলিতে ২২ জন নিহত হয় এ ঘটনা কোমাগাতামারু ঘটনা নামে পরিচিত ।৮.গোলদিঘির গোলামখানা কাকে বলে ও কেন বলা হত ?
ব্রহ্মবান্ধব উপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় কে গোলদিঘির গোলামখানা বলে অভিহিত করেছিলেন তার মতে এখানে উপনিবেশিক শিক্ষা গ্রহণের ফলে ছাত্ররা স্বাধীন চিন্তা শক্তি হারিয়ে ফেলবে এবং কেরানি ছাড়া আর কিছু করতে পারবে না তাই তিনি এটিকে গোলদিঘির গোলামখানা বলে অভিহিত করেছেন ।৯.সত্যাগ্রহ কি ?
সত্যের প্রতি অবিচল নিষ্ঠা রাখা। ভারতের জাতীয় আন্দোলনে মহাত্মা গান্ধীর এই নীতি প্রয়োগ করেছিলেন।১০.'কাকোরি ষড়যন্ত্র মামলা' কি ?
ভগৎ সিং এর নির্দেশে রামপ্রসাদ বিসমিল সহ কয়েকজন বিপ্লবী উত্তরপ্রদেশের কাকোরি রেল স্টেশনে ট্রেন ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়ে । এই ঘটনাকে কেন্দ্র করে যে মামলা শুরু হয়েছিল তা কাকোরি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত।১১.বেঙ্গল ভলান্টিয়ার্স কবে প্রতিষ্ঠিত হয় ? এদের একজন সদস্যের নাম লেখ ।
১৯১২ খ্রিস্টাব্দে বরিশালের শ্রীযুক্ত হেমচন্দ্র বেঙ্গল ভলান্টিয়ার্স গঠন করেন, যার সদর কার্যালয় ছিল ঢাকা। অন্যদিকে ১৯২৮ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু বাংলার স্বেচ্ছাসেবকদের নিয়ে বেঙ্গল ভলান্টিয়ার্স গঠন করেছিলেন। যার সদস্য ছিলেন বিনয়-বাদল-দীনেশ সহ সুপতি রায় সত্য গুপ্ত, মীরা দাশগুপ্ত প্রমুখ।১২.অলিন্দ যুদ্ধ কি ?
বিনয় বসু - বাদল গুপ্ত - দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করে কুখ্যাত কারা অধিকর্তা সিম্পসন কে হত্যা করলে বিশাল পুলিশবাহিনী তাদের ঘিরে ধরে এবং রাইটার্স বিল্ডিং এর বারান্দায় উভয়পক্ষের গুলির লড়াই শুরু হয় ।এই ঘটনা ' অলিন্দ যুদ্ধ ' নামে পরিচিত।১৩. বীণা দাস কে ?
ভারতের মুক্তি সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন বিনা দাস,যিনি ১৯৩২ খ্রিস্টাব্দের ৬ ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় এর সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতারত স্টানিল জ্যাকসনকে গুলি করে ছিলেন এবং ৯ বছর জেলবন্দী হয়ে থেকে ছিলেন।১৪.রশিদ আলী কে ছিলেন ?
আজাদ হিন্দ বাহিনীর অন্যতম সেনাপতি ছিলেন রশিদ আলী। ১৯৪৫ খ্রিস্টাব্দে ব্রিটিশ সেনার হাতে বন্দী হওয়ার পর ১৯৪৬ খ্রিস্টাব্দে বিচারে তাকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।এই ঘটনার প্রতিবাদে কলকাতায় ১১-১৩ ই ফেব্রুয়ারি ব্যাপক গণআন্দোলন ছড়িয়ে পড়ে। ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ই ফেব্রুয়ারি দিনটিকে ' রশিদ আলী দিবস ' হিসেবে ঘোষণা করা হয় ।১৫.ব্রিটিশ আমলে ভারতের দলিত সম্পাদয় কীভাবে অমর্যাদার শিকার হয়েছিল ?
মূলত উচ্চবর্ণের শোষণ,অত্যাচার,বঞ্চনা এবং বৈষম্যের শিকার হয়েছিল এই দলিত সম্প্রদায় গুলি।যেমন মন্দিরে প্রবেশ করতে না পারা,পুকুরে জল ব্যবহার করতে না পারা,বিদ্যালয়ে পড়াশোনার সময় সামাজিক মেলামেশা না করতে পারা ইত্যাদি।পরবর্তীকালে আকালি আন্দোলন, ভাইকম সত্যাগ্রহ,হরিজন আন্দোলন প্রভৃতি দলিতদের স্বপক্ষে পরিচালিত হয়েছিল।১৬. ' সাম্প্রদায়িক বাটোয়ারা ' নীতি কি ?
১৯৩২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন।এই নীতিতে বলা হয় -- ক. ভারতের মুসলিম, শিখ,ইউরোপিয় সম্প্রদয়গুলি পৃথকভাবে নির্বাচনে অংশ নিতে পারবে।
- খ. হিন্দু সম্প্রদায়কে বর্ণহিন্দু ও দলিত হিন্দু এই দুই ভাগে ভাগ করে তাদেরকেও পৃথক নির্বাচনের সুযোগ দেওয়া হয়।