Class 10 Life Science Model Activity Task Part 4 | Banglar Shikkha | WBBSE | মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে তা বর্ণনা করো | প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো


Class 10 Life Science Model Activity Task Part 4 | Banglar Shikkha | WBBSE | মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে তা বর্ণনা করো | প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো

Class 10 Life Science Model Activity Task Part 4 | Banglar Shikkha | WBBSE | মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে তা বর্ণনা করো | প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো

১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ।

১.১) উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো-

উঃ জিব্বেরেলিন।

১.২) নীচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো-

উঃ বস্তুুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া।

১.৩) নীচের যে জোড়টি সঠিক তা স্থির করো-


উঃ ADH- বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো।

২। নীচের বাক্য গুলির শূন্যস্থান গুলোতে উপযুক্ত শব্দ বসাও।

২.১) ডাবের জলে সাইটোকাইনিন হরমোন থাকে।

২.২) পায়রার একটি ডানায় ২৩ টি রেমিজেস নামক পালক থাকে।

২.৩) RNA- তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে।


৩।দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও।

৩.১) নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য নিরূপণ করো ।

  • নালির উপস্থিত ও অনুপস্থিত
  • ক্ষরিত পদার্থ
বৈশিষ্ট্য অন্তক্ষরা গ্রন্থি বহিক্ষরা গ্রন্থি
নালির উপস্থিতি ও অনুপস্থিতি নালি অনুপস্থিত,তাই অনাল গ্রন্থি। নালি উপস্থিত,তাই সনাল গ্রন্থি।
ক্ষরিত পদার্থ অন্তক্ষরা গ্রন্থি ক্ষরিত পদার্থ হল হরমোন। বহিক্ষরা গ্রন্থির ক্ষরিত পদার্থ হল পাচক রস (লাল, আন্ত্রিক রস), রেচন পদার্থ ঘাম,অশ্রু।

৩.২) মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে তা বর্ণনা করো।

উঃ মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হলো- প্রোফেজ।

প্রোফেজ দশায় নিউক্লিয়াসের যে যে পরিবর্তন ঘটে তা নীচে বর্ণনা করা হল-

(i) ডিহাইড্রেশন: নিউক্লিয়াস থেকে জলের বিয়োজন ঘটে। ফলে, ক্রোমাটিন জালিকাগুলি সুস্পষ্ট ও ক্রমশ দৃশ্যমান হয়ে ওঠে।

(ii) ক্রোমাটিড সৃষ্টি: প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়।

(iii) নিউক্লিয়াস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি: প্রফেজ দশার শেষের দিকে নিউক্লিয়াস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে।

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও।

৪.১. প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো।

ক) ক্রোমাটিড
খ)মেরু অঞ্চল
গ) সেনট্রমিয়ার
ঘ) বেম তন্তু
প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো।


Previous Post Next Post