Class 5 Amader Poribesh Model Activity Task Part 4

 

Class 5 Amader Poribesh Model Activity Task Part 4 | WBBSE

Class 5 Amader Poribesh Model Activity Task Part 4


১.ঠিক উত্তর নির্বাচন করো:

১.১. কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম - (ক) ভার্টিব্রা (খ) টিবিয়া (গ) হিউমেরাস (ঘ) ফিরাম।
উত্তর :(গ) হিউমেরাস


১.২. একটি বুনো প্রাণীর উদাহরণ হল - (ক) গরু (খ) ছাগল (গ)শিয়াল (ঘ) ভেড়া।
উত্তর : (গ)শিয়াল


১.৩. যে প্রাণীটি অমেরুদন্ডি সেটি হল - (ক)রুই মাছ (খ) কেঁচো (গ)কাক (ঘ)কুকুর।
উত্তর : (খ) কেঁচো


২.একটি বাক্যে উত্তর দাও:


২.১.কোন রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয় ?

যক্ষ্মা রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়।

২.২. কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায় ?

হৃদপিণ্ডের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়।

২.৩. কোন ধরনের মাটিতে কাদা আর বালি সম পরিমাণে থাকে?

দোআঁশ মাটিতে কাদা আর বালি সম পরিমাণে থাকে।

৩.একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১.তোমার চেনা দুরকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও ।

আমার চেনা দু'রকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হল- লোহার জিনিসে মরচে ধরা।
দুধ থেকে দই তৈরি হওয়া।

৩.২.বৃষ্টির জল ধরে তুমি কি কি কাজে লাগাতে পারো ?

বৃষ্টির জল ধরে বিভিন্ন কাজে লাগানো যেতে পারে যেমন -

  • ধরে রাখা বৃষ্টির জলের সাহায্যে গৃহস্থালির নানা কাজ যেমন বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, বাথরুমে ব্যবহার প্রভৃতি ক্ষেত্রে কাজে লাগানো হয় ।

  • উন্মুক্ত জায়গার বৃষ্টির জল ধরে রেখে তাকে পরিশ্রুত করে পানীয় জল হিসেবে ব্যবহার করা যায় ।

  • কৃষিক্ষেত্রে ধরে রাখা বৃষ্টির জল সেচের কাজে ব্যবহার করে ভৌম জলের অপচয় রোধ করা যায় ।

  • কৃত্রিম জলাশয় বৃষ্টির জল সঞ্চয় করে মাছ চাষ করা যায়।

৪.দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:

৪.১.মাটি কিভাবে তৈরি হয় ?

বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বায়ুপ্রবাহ, নদীর জলস্রোত ইত্যাদি দ্বারা ভূপৃষ্ঠের উপর শিলা ক্রমাগত ক্ষয় হয়ে ভেঙ্গে গিয়ে শিলাচুর্নে পরিণত হয়। শিলা চুর্নের এই স্তরকে বলে রেগলিথ। শিলা চূর্নের মধ্যেকার খনিজগুলির রাসায়নিক বিয়োজন ও শিলাচুর্নের সাথে বিভিন্ন জৈব পদার্থের মিশ্রণ ঘটে। এই জৈব পদার্থ মিশ্রিত শিলাচূর্ণ বা রেগোলিথ বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে মাটিতে পরিণত হয়।
Previous Post Next Post