Class 5 Amader Poribesh Model Activity Task Part 4 | WBBSE
১.ঠিক উত্তর নির্বাচন করো:
১.১. কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম - (ক) ভার্টিব্রা (খ) টিবিয়া (গ) হিউমেরাস (ঘ) ফিরাম।
উত্তর :(গ) হিউমেরাস
১.২. একটি বুনো প্রাণীর উদাহরণ হল - (ক) গরু (খ) ছাগল (গ)শিয়াল (ঘ) ভেড়া।
উত্তর : (গ)শিয়াল
১.৩. যে প্রাণীটি অমেরুদন্ডি সেটি হল - (ক)রুই মাছ (খ) কেঁচো (গ)কাক (ঘ)কুকুর।
উত্তর : (খ) কেঁচো
২.একটি বাক্যে উত্তর দাও:
২.১.কোন রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয় ?
যক্ষ্মা রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়।২.২. কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায় ?
হৃদপিণ্ডের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়।২.৩. কোন ধরনের মাটিতে কাদা আর বালি সম পরিমাণে থাকে?
দোআঁশ মাটিতে কাদা আর বালি সম পরিমাণে থাকে।৩.একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১.তোমার চেনা দুরকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও ।
আমার চেনা দু'রকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হল- লোহার জিনিসে মরচে ধরা।দুধ থেকে দই তৈরি হওয়া।
৩.২.বৃষ্টির জল ধরে তুমি কি কি কাজে লাগাতে পারো ?
বৃষ্টির জল ধরে বিভিন্ন কাজে লাগানো যেতে পারে যেমন -- ধরে রাখা বৃষ্টির জলের সাহায্যে গৃহস্থালির নানা কাজ যেমন বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, বাথরুমে ব্যবহার প্রভৃতি ক্ষেত্রে কাজে লাগানো হয় ।
- উন্মুক্ত জায়গার বৃষ্টির জল ধরে রেখে তাকে পরিশ্রুত করে পানীয় জল হিসেবে ব্যবহার করা যায় ।
- কৃষিক্ষেত্রে ধরে রাখা বৃষ্টির জল সেচের কাজে ব্যবহার করে ভৌম জলের অপচয় রোধ করা যায় ।
- কৃত্রিম জলাশয় বৃষ্টির জল সঞ্চয় করে মাছ চাষ করা যায়।
৪.দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও: