Class 7 Bangla Model Activity Task Part 4 | একুশের কবিতায় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে | তদ্ভব শব্দ কিভাবে গড়ে উঠেছে


Class 7 Bangla Model Activity Task Part 4 | একুশের কবিতায় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে | তদ্ভব শব্দ কিভাবে গড়ে উঠেছে | WBBSE

Class 7 Bangla Model Activity Task Part 4 | একুশের কবিতায় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে |  তদ্ভব শব্দ কিভাবে গড়ে উঠেছে


১.ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১) 'পাগলা গণেশ' গল্পে গণেশের বয়স- দুশো বছর
১.২) 'কোকনন্দ' হল- রক্তপদ্ম
১.৩) 'পাখি সব করে রব রাতি' পোহাইল -কবিতাটির রচয়িতা- মদনমোহন তর্কালঙ্কার
১.৪)শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজের পরিচয় হল- বাঁকুড়ায়
১.৫) খোকনের বাড়ির সামনেই ছিল একটি- ইউক্যালিপটাস গাছ


২।খুব সংক্ষেপে নীচের প্রশ্ন গুলোর উত্তর দাও:


২.১) 'তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে ?' -একথার উত্তরে শ্রোতা কী বলেছিলেন?


উত্তর: শ্রোতা বলেছিলেন আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে।

২.২) "My Native Land, Good Night!" -উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে?


উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

২.৩) একুশের কবিতায় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে?


উত্তর: আশরাফ সিদ্দিকী রচিত "একুশের কবিতা" কবিতায় "পাখি সব করে রব..." , "মাতৃভূমি বাংলাদেশ" , "ভাটিয়ালি জারি-সারি" এমনকি ছোটবেলায় মায়ের মুখে শোনানো নানান গানের কলির সুরের প্রসঙ্গ রয়েছে।

২.৪)" ওত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি,আমার সৌভাগ্য" - কার স্মৃতিচারণায় কথক একথা বলেছেন?


উত্তর: রামকিঙ্কর বেইজের " আত্মকথা" নামক গল্পের গল্পকথক নন্দলাল বসুর স্মৃতিচারণায় প্রশ্নে উদ্ধৃত উক্তিটি করেছেন।


২.৫) 'খোকন অবাক হয়ে গেল।' কোন কথা শুনে খোকন অবাক হল?


উত্তর: 'এগুলো সব নকল করা ছবি। তোমার নিজের আঁকা ছবি কই।' এই কথাটি শুনে খোকন অবাক হয়েছিল।

৩।নীচের প্রশ্ন গুলোর উত্তর নিজের ভাষায় লেখো:


৩.১)"জীবন হবে পদ্যময়" - জীবন কিভাবে পদ্যময় হয়ে উঠবে বলে কবি মনে করেন?


উত্তর: কবি অজিত দত্ত রচিত "ছন্দে শুধু কান রাখো" কবিতায় কবি একাগ্র চিত্তে কান পেতে পরিবেশের ছন্দ বুঝতে বলেছেন। আর এভাবেই জীবন পদ্যময় হয়ে উঠবে বলে কবি মনে করেন।

৩.২)"অমর করিয়া বর দেহ দাসে,সুবরদে" - "সুবরদে" শব্দের অর্থ কী? কবি তার কাছে অমরতার প্রত্যাশী কেন?


উত্তর: মাইকেল মধুসূদন দত্ত রচিত "বঙ্গভূমির প্রতি" কবিতায় "সুবরদে" শব্দের অর্থ শুভ আশীর্বাদ দান করেন যিনি অর্থাৎ বর দাত্রী।

কবি মাইকেল মধুসূদন দত্ত উপলব্ধি করেন যে তিনি জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট করেছেন। মাতৃভূমির জন্য কিছুই করতে পারেননি। তিনি এখন মাতৃভূমির সেবার মাধ্যমে অমর হয়ে থাকতে চান। তাই তিনি অমরত্বের বর প্রার্থনা করেছিলেন।

৩.৩) 'সেই তো আমার পরম পুলক' -'আঁকা, লেখা' কবিতায় কবি কখন পুলকিত হন?


উত্তর: কবিকে যখন হাওয়া জোনাকির কাছে নিয়ে গেলো।

৩.৪) 'কুতুব মিনারের কথা' রচনাংশ অনুসরণে কুতুব মিনারের নির্মাণশৈলীর বিশিষ্টতা আলোচনা করো।


উত্তর: কুতুব মিনার বা ক্বুতাব্‌ মিনার্‌ ভারতের দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইটনির্মিত মিনার।এটি কুতুব কমপ্লেক্সের মধ্যে অবস্থিত।ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবুদ্দিন আইবেকের আদেশে কুতুব মিনারের নির্মাণকাজ শুরু হয় ১১৯৩ খ্রিষ্টাব্দে, তবে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুঘলক ১৩৮৬ খ্রিষ্টাব্দে। ভারতীয়-মুসলিম স্থাপত্যকীর্তির গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন হিসেবে কুতুব মিনার গুরত্বপূর্ণ।এর আশে-পাশে আরও বেশ কিছু প্রাচীন এবং মধ্যযুগীয় স্থাপনা এবং ধ্বংসাবশেষ রয়েছে, যা একত্রে কুতুব কমপ্লেক্স হিসেবে পরিচিত। এই কমপ্লেক্সটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে তালিকাবদ্ধ হয়েছে এবং এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন-গন্তব্য। এটি ২০০৬ সালে সর্বোচ্চ পরিদর্শিত সৌধ, পর্যটকের সংখ্যা ছিল ৩৮.৯৫ লাখ যা তাজমহলের চেয়েও বেশি, যেখানে তাজমহলের পর্যটন সংখ্যা ছিল ২৫.৪ লাখ। প্রখ্যাত সুফি কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর নামানুসারে এর নামকরণ করা হয়।

৪।নির্দেশ অনুসারে উত্তর দাও:


৪.১) 'খাটি দেশি শব্দ' বলতে কী বোঝ?


উত্তর: প্রাচীনকালে এদেশের অধিবাসী ছিলেন অনার্য, দ্রাবিড়, কোল প্রভৃতি জাতি। তাদের ভাষা ও সংস্কৃতির কিছু শব্দ বাংলা ভাষায় রক্ষিত হয়েছে। এগুলোকে খাটি দেশি শব্দ বলা হয়। অনেক সময় এসব শব্দের মূল নির্ণয় করা যায় না। খাটি দেশি শব্দের উদাহরণ- কুড়ি, পেট, চুলা, কুলা, গজ, টাপর, ঢেঁকি ইত্যাদি।

৪.২) তদ্ভব শব্দ কিভাবে গড়ে উঠেছে?


উত্তর: যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃত বা অপভ্রংশ এ ব্যবহৃত হয়েছিল, পরে আবার প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে বাংলায় গৃহীত হয়েছে সেই সমস্ত শব্দকে তদ্ভব শব্দ বলা হয়। এভাবেই তদ্ভব শব্দ গড়ে উঠেছে।

৪.৩) অর্ধ তৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দের দুটি উদাহরণ দাও।


উত্তর: গৃহিণী>গিন্নী। কুৎসিত>কুচ্ছিত।

৪.৪)বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণে হস্ব স্বর চিন্হ হবে উদহারন দাও।


উত্তর: গাঙ্গুলী ( "গাঙ্গুলী" দীর্ঘকার হবেনা )।

Previous Post Next Post