Class 7 History Model Activity Task Part 4 | পাল সেন যুগে কেমন ভাবে কর আদায় করা হতো | সেন রাজারা কি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন
1. ক স্তম্ভ সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো।
2.বেমানান শব্দটির নিচে দাগ দাও।
ক. বিজয়ালয়, দন্তীদুর্গ, প্রথম রাজরাজ, প্রথম রাজেন্দ্র
খ. বরেন্দ্র , হরিকেল, গৌর ,কনৌজ ,
গ. হলায়ুধ ,জয়দেব ,গোবর্ধন ,উমাপতিধর
3. সংক্ষেপে উত্তর দাও।
ক. পাল সেন যুগে কেমন ভাবে কর আদায় করা হতো ?
রাজারা উৎপন্ন ফসলের এক ষষ্ঠাংশ কৃষকদের কাছ থেকে কর নিতেন । তারা নিজেদের ভোগের জন্য ফুল, ফল, কাঠ ও প্রজাদের কাছ থেকে কর হিসাবে আদায় করতেন। বণিকরা তাদের ব্যবসা বাণিজ্যের জন্য রাজাকে কর দিত। এই তিন প্রকার কর ছাড়াও নানা রকমের অতিরিক্ত কর ছিল। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রজারা রাজাদের করে দিত। সমগ্র গ্রামের উপরেও কর দতে হতো গ্রামবাসীদের। এছাড়াও হাট ও খেয়া ঘাটের উপরে চাপানো হত |3.খ. সেন রাজারা কি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন ?
সেন যুগে লক্ষণ সেনের রাজসভার কবি জয়দেব সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক | তার গীতগোবিন্দম্ কাব্যের বিষয় ছিল রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী । লক্ষণ সেনের রাজসভার কবি ধয়ী লিখেছিলেন পবনদূত কাব্য ! এ যুগের আরো তিনজন কবি ছিলেন উমাপতিধর , শরণ ,গোবর্ধন
এই পাঁচ জন কবি একসঙ্গে লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্ন ছিলেন | সেন যুগের ব্রাহ্মণ্যধর্মী কঠোর অনুশাসন এর সঙ্গে সাহিত্যেরও যোগ ছিল । রাজা বল্লাল সেন ও রাজা লক্ষণ সেনের দু'জনই স্মৃতিশাস্ত্র লিখেছিলেন | বল্লাল সেনের লেখা চারটি বইয়ের মধ্যে দানসাগর ও অদ্ভুতসাগর বই দুটি পাওয়া গেছে লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধ বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্বস্ব নামে একটি বই লিখেছিলেন । অভিধান প্রণেতা সর্বানন্দ এবং গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ শ্রীনিবাস ছিলেন সেন যুগের আরো দুজন লেখক!
4. নিজের ভাষায় লেখো (১০০-১২০ টি শব্দের মধ্যে ):
লখনৌতি রাজ্যের সীমানা উত্তর দিনাজপুর জেলার দেবকোট থেকে রংপুর শহরে, দক্ষিণে পদ্মা নদী, পূর্বে তিস্তা নদী এবং পশ্চিমে বক্তিয়ার খলজি অধিকৃত বিহার পর্যন্ত বিস্তৃত ছিল। এরপর বখতিয়ার খলজি তিব্বত আক্রমণ করে রাজ্য বিস্তার করার চেষ্টা করেন কিন্তু সেই চেষ্টা সফল হয়নি ।
এই পাঁচ জন কবি একসঙ্গে লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্ন ছিলেন | সেন যুগের ব্রাহ্মণ্যধর্মী কঠোর অনুশাসন এর সঙ্গে সাহিত্যেরও যোগ ছিল । রাজা বল্লাল সেন ও রাজা লক্ষণ সেনের দু'জনই স্মৃতিশাস্ত্র লিখেছিলেন | বল্লাল সেনের লেখা চারটি বইয়ের মধ্যে দানসাগর ও অদ্ভুতসাগর বই দুটি পাওয়া গেছে লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধ বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্বস্ব নামে একটি বই লিখেছিলেন । অভিধান প্রণেতা সর্বানন্দ এবং গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ শ্রীনিবাস ছিলেন সেন যুগের আরো দুজন লেখক!
4. নিজের ভাষায় লেখো (১০০-১২০ টি শব্দের মধ্যে ):
বখতিয়ার খলজি বাংলা আক্রমণ এরপর বাংলাতে কি কি পরিবর্তন ঘটেছিল?
1204 খ্রিস্টাব্দের শেষ বা 1205 খ্রিস্টাব্দে প্রথম দিকে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলায় নদীয়া দখল করেছিলেন | তুর্কিরা বিনাযুদ্ধে নদীয়া জয় করে এরপর বক্তিয়ার নদীয়া ছেড়ে লক্ষণাবতী অধিকার করে নিজের রাজধানী স্থাপন করেন । বক্তিয়ার খলজির নিজের নতুন রাজ্য কে কয়টি ভাগে ভাগ করে প্রত্যেক ভাগের জন্য একজন করে শাসনকর্তা নিযুক্ত করেন এইসব শাসনকর্তা ছিলেন তার সেনাপতি। বখতিয়ার খলজি লোখনৌতে মসজিদ, মাদ্রাসা এবং সুফি সাধকদের আস্তানা তৈরি করেন ।লখনৌতি রাজ্যের সীমানা উত্তর দিনাজপুর জেলার দেবকোট থেকে রংপুর শহরে, দক্ষিণে পদ্মা নদী, পূর্বে তিস্তা নদী এবং পশ্চিমে বক্তিয়ার খলজি অধিকৃত বিহার পর্যন্ত বিস্তৃত ছিল। এরপর বখতিয়ার খলজি তিব্বত আক্রমণ করে রাজ্য বিস্তার করার চেষ্টা করেন কিন্তু সেই চেষ্টা সফল হয়নি ।