Class 7 Environment and Science Model Activity Task Part 4 2021 | যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে তা নির্ণয় করো

Class 7 Environment and Science Model Activity Task Part 4 2021 | WBBSE

Class 7 Environment and Science Model Activity Task Part 4 2021


1. ঠিক বাক্যের পাশে চিহ্ন আর ভুল বাক্যের পাশে × চিহ্ন দাও

1.1 কোন বস্তুর উপর তাপ দিলেই তার উষ্ণতার পরিবর্তন হবেই
1.2 ভিটামিন ডি এর অভাবে বেরিবেরি রোগ হয় ×
1.3 কঠিন সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে অনুর অস্তিত্ব নেই ×


2.সংক্ষিপ্ত উত্তর দাও।

2.1. P4+.... O2= P4O10

Ans- P4+5O2=P4O10

2.2 মানবদেহে আয়োডিনের একটি কাজ উল্লেখ করো।

আয়োডিন থাইরক্সিন এর উপাদান গঠন করে।

2.3 আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াযাত খাবারের নাম উল্লেখ করো।

আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াযাত খাবারের হল জ্যাম।

3.একটি বা দুটি বাক্যে উত্তর দাও।

3.1 কিউপ্রিক ক্লোরাইড এর জলীয় দ্রবণে জিঙ্ক টুকরো যোগ করলে কি ধরনের বিক্রিয়া হবে বিক্রিয়ার সমীকরণ লেখ ?

কিউপ্রিক ক্লোরাইড এর জলীয় দ্রবণে জিঙ্ক এক টুকরো যোগ করলে জিংক ক্লোরাইড উৎপন্ন হয় এবং ধাতব কপার অধঃক্ষিপ্ত হয় ।

সমীকরণ cucl2+ zn= zncl2+cu

এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া।

3.2 কি কি উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায় ?

  • জলকে ফুটিয়ে জল বিশুদ্ধ করা যায় ।
  • জলে ক্লোরিন ট্যাবলেট মিশিয়ে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায় |

4. তিন চারটি বাক্যে উত্তর দাও

4.1 যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে তা নির্ণয় করো।


ধরি নির্নয় উষ্ণতা = x°
অতএব , C=F=x°
আমরা জানি , C/5=F-32/9
বা, x/5=x-32/9
বা, 9x = 5x -160
বা, 9x-5x= -160
বা, 4x= -160
বা, x = -160/4
বা, x = -40

অতএব , -40° তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে।

4.2 কোয়াশিওরকর রোগ কেন হয় এই রোগে কি কি লক্ষণ দেখা যায় ?

কোয়াশিওরকর রোগের কারণ -

খাদ্য উপযুক্ত পরিমাণে প্রোটিন ও ক্যালরির অভাব ঘটলে মানবদেহে এই রোগ দেখা যায় সাধারণত এক থেকে চার বছর বয়স্ক শিশুদের এই রোগ দেখা যায়।

কোয়াশিওরকর রোগের লক্ষণ -

শিশুদের বৃদ্ধি ব্যাহত হয়।
ত্বক আঁশযুক্ত ভঙ্গুর হয় ।
দেহ ফুলে যায়।
রক্তাল্পতা দেখা যায় l

Previous Post Next Post