Class 7 Health And Physical Education Model Activity Task Part 4 | শারীরশিক্ষার উব্দেশ্যগুলি উল্লেখ করো | করোনা ভাইরাস বিষয়ক একটি সাস্থ সচেতনতা পোস্টার তৈরি কর | | Banglar Shikkha | WBBSE
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
ক) ইস্টবেঙ্গল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৯২০।খ) অ্যাথলেটিকস শব্দটি কোথা থেকে এসেছে ?
উঃ অ্যাথলন।গ) মোহনবাহান ক্লাব কত সালে সাহেবদের হারিয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল ?
উঃ ১৯১১ সালে।২। শূন্যস্থান পূরণ করো।
ক) খেলা মানুষের সহজাত প্রবৃত্তি।
খ) গ্রিক শব্দ জিমনস থেকে জিমনাস্টিক কথাটি এসেছে।
গ) জৈনধর্ম অহিংসার মূর্ত প্রতীক হিসাবে বিদ্যামান।
ঘ) এন. সে. সি.-এ হালকা নীল রং নৌসেনা বাহিনীর প্রতীক।
৩।দু এক কথায় উত্তর দাও।
ক) খেলা কী ?
উঃ খেলা মানুষের সহজাত প্রবৃত্তি যা মানুষকে আনন্দ প্রদান করে। এর ফলে মানুষের কর্মকুশলতা বৃদ্ধি পায়। খেলার প্রধান চালিকাশক্তি হল শারীরিক সক্ষমতা।
খ) প্রত্যক্ষ বিনোদন কাকে বলে ?
উঃ যা দ্বারা মানুষ অথবা অন্যান্য প্রাণী আনন্দ লাভ করে তাকে বিনোদন বলে।যে বিনোদনে মানুষ প্রত্যক্ষভাবে অংসগ্রহন করে তাকে প্রত্যক্ষ বিনোদন বলে।
গ) সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ দাও।
উঃ গল্প লেখা, কবিতা লেখা, নাচ, গান।৪।কয়েকটি বাক্যে প্রশ্নের উত্তর দাও।
ক) শারীরশিক্ষার উব্দেশ্যগুলি উল্লেখ করো।
উঃ শারীরশিক্ষার উব্দেশ্য:-(i) শারীরীক সুস্থতা অর্জন।
(ii) মানসিক বিকাস সাধন।
(iii) চারিত্রিক গুনাবলী অর্জন।
(iv) সামাজিক গুনাবলী অর্জন।
(v) দক্ষতা বিকাশের জন্য।
(vi) সাস্থ বিকাশের জন্য।
৫। প্রকল্প।
ক) তুমি সারা বছরে কোনদিন, কখন, কত সময় এবং কী ধরনের শারীরশিক্ষীসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছ এবং তোমার কী লাভ হয়েছে এবিষয়ে একটি প্রতিবেদন তৈরি কর।
উঃ
খ) করোনা ভাইরাস বিষয়ক একটি সাস্থ সচেতনতা পোস্টার তৈরি কর।
উঃ করোনা ভাইরাস নিয়ন্ত্রণ:-(i) বার বার হাত ধুতে হবে।
(ii) সাবান বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
(iii) মুখে মাস্ক পড়তে হবে।
(v) হাঁচি বা কাশির সময় মুখে রুমাল চাপা দিতে হবে।
(vi) জ্বর, শ্বাসকষ্ট, কাশি হলে ডাক্তারের কাছে যেতে হবে।