Class 9 Life Science Model Activity Task Part 4 | Banglar Shikkha | এন্ডোপ্লাজমিও জালিকা তিনটি কাজ লেখ | মানবদেহে যকৃতের অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাইলেম ও ফ্লোয়েম এর পার্থক্য নিরূপণ করো
1 প্রতিটি প্রশ্নের উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পন্ন করে লেখো :
1.1 যে পর্বের প্রাণীদের মধ্যে ক্লোরোপ্লাস্ট কোষ দেখা যায় তা শনাক্ত করো -
ক নেমাটোডা
খ নিডারিয়া
গ টিনোফোরা
ঘ মলাস্কা
উত্তর - টিনোফোরা
1.2 নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বক্তব্য টি চিহ্নিত করো -
ক. কনড্রিকথিস শ্রেণীর অন্তর্গত প্রাণীদের অনন্ত কঙ্কাল অস্থি দিয়ে তৈরি
খ. টেরিডোফাইটার প্রধান উদ্ভিদ লিঙ্গধর
গ মোলাস্কা পর্বের অন্তর্গত প্রাণীদের দেহ খন্ডিত
ঘ ব্যক্তবীজী প্রধান উদ্ভিদ দেহটি রেনুধর
Ans- ব্যক্তবীজীর প্রধান উদ্ভিদ দেহটি রেনুধর
1.3 যে জোড়টি সঠিক নয় সেটি নির্বাচন করো -
ক প্যারেনকাইমা কলা - কশান্তর রন্ধ্র উপস্থিত
খ আবরণী কলা - ভিত্তি পর্দা উপস্থিত
গ স্ক্লেরেনকাইমা কলা - জীবিত কোষ উপস্থিত
ঘ স্নায়ু কলা - স্নায়ু কোষ নিউরোগ্লিয়া উপস্থিত
Ans-স্ক্লেরেনকাইমা কলা জীবিত কোষ উপস্থিত
2. বাকিগুলি সত্য-মিথ্যা নিরূপণ করো।2.1 নানা জৈব অণু মিশ্রিত সমুদ্রের গরম জল কে বিজ্ঞান সিডনি ফক্স হট ডাইলিউট সুপ নামে অভিহিত করেন। মিথ্যা
2.2 প্রোটিস্টা জাতীয় জীব কোষ দেহের কোষ প্রোক্যারিওটিক প্রকৃতির । মিথ্যা
2.3 নাইট্রোজেন যুক্ত খার পেন্টোজ শর্করা ও ফসফেট মূলক দিয়ে নিউক্লিওটাইড গঠিত। সত্য
3.দুটি বা তিনটি ব্যাকে উত্তর দাও:
3.1 " এই পর্বের প্রাণীদের দেহ আংটির মত ছোট ছোট খন্ডক দিয়ে গঠিত " - পর্বের নাম ও দুটি বৈশিষ্ট্য লেখো।
পর্বের নাম অ্যানিলিডা।
দুটি বৈশিষ্ট্য :
- এদের দেহে অসংখ্য আংটির মত খন্ড থাকে তাই এদের অঙ্গুরীমাল প্রাণী বলা হয়।
- এদের গমনাঙ্গ সিটি ও রেচন অঙ্গ নেফ্রিডিয়া।
3.2 এন্ডোপ্লাজমিও জালিকা তিনটি কাজ লেখ ?
এন্ডোপ্লাজমিও জালিকা তিনটি কাজ:- কোষকে দ্রিহতা প্রদান করে
- মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা ফ্যাটের সংশ্লেষে সাহায্য করে।
- অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে।
4.নিচের প্রশ্নটির উত্তর দাও।
4.1 মানবদেহে যকৃতের অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাইলেম ও ফ্লোয়েম এর পার্থক্য নিরূপণ করো।
মানবদেহের যকৃত মধ্যচ্ছদার নিচে এবং উদার গহবর এর উপরে ডানদিকে ঘেঁষে অবস্থান করে।যকৃতের কাজ:
i. যকৃৎ থেকে ক্ষরিত পিত্তরসে থাকা লবণ পেটের পরিপাকে সাহায্য করে।ii প্রথমবিন ফাইব্রিনোজেন ইত্যাদি প্লাজমা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে ।
জাইলেম ও ফ্লোয়েম এর পার্থক্য:
জাইলেম | ফ্লোয়েম |
---|---|
এর উপাদান গুলি হল ট্রাকিড ট্রাকিয়া জালেম তন্তু এবং জাইলেম প্যারেনকাইমা। | এর উপাদান গুলি হল সিডনি কোষ সিডনল ফ্লোয়েম তন্তু ফ্লোয়েম প্যারেন কাইমা। |
জাইলেম জল ও জলে দ্রবীভূত খনিজ লবণের ঊর্ধ্বমুখী সংবহন ঘটায়। | ফ্লোয়েম উদ্ভিদ দেহে খাদ্য রসের নিম্নমুখী পার্শ্ব মুখী সংবহন ঘটায়। |