Class 9 Life Science Model Activity Task Part 4 | Banglar Shikkha | এন্ডোপ্লাজমিও জালিকা তিনটি কাজ লেখ | মানবদেহে যকৃতের অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাইলেম ও ফ্লোয়েম এর পার্থক্য নিরূপণ করো

 

Class 9 Life Science Model Activity Task Part 4 | Banglar Shikkha | এন্ডোপ্লাজমিও জালিকা তিনটি কাজ লেখ | মানবদেহে যকৃতের অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাইলেম ও ফ্লোয়েম এর পার্থক্য নিরূপণ করো

Class 9 Life Science Model Activity Task Part 4 |  Banglar Shikkha | এন্ডোপ্লাজমিও জালিকা তিনটি কাজ লেখ | মানবদেহে যকৃতের অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাইলেম ও ফ্লোয়েম এর পার্থক্য নিরূপণ করো


1 প্রতিটি প্রশ্নের উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পন্ন করে লেখো :

1.1 যে পর্বের প্রাণীদের মধ্যে ক্লোরোপ্লাস্ট কোষ দেখা যায় তা শনাক্ত করো -
ক নেমাটোডা
খ নিডারিয়া
গ টিনোফোরা
ঘ মলাস্কা
উত্তর - টিনোফোরা

1.2 নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বক্তব্য টি চিহ্নিত করো -
ক. কনড্রিকথিস শ্রেণীর অন্তর্গত প্রাণীদের অনন্ত কঙ্কাল অস্থি দিয়ে তৈরি
খ. টেরিডোফাইটার প্রধান উদ্ভিদ লিঙ্গধর
গ মোলাস্কা পর্বের অন্তর্গত প্রাণীদের দেহ খন্ডিত
ঘ ব্যক্তবীজী প্রধান উদ্ভিদ দেহটি রেনুধর
Ans- ব্যক্তবীজীর প্রধান উদ্ভিদ দেহটি রেনুধর

1.3 যে জোড়টি সঠিক নয় সেটি নির্বাচন করো -
ক প্যারেনকাইমা কলা - কশান্তর রন্ধ্র উপস্থিত
খ আবরণী কলা - ভিত্তি পর্দা উপস্থিত
গ স্ক্লেরেনকাইমা কলা - জীবিত কোষ উপস্থিত
ঘ স্নায়ু কলা - স্নায়ু কোষ নিউরোগ্লিয়া উপস্থিত
Ans-স্ক্লেরেনকাইমা কলা জীবিত কোষ উপস্থিত

2. বাকিগুলি সত্য-মিথ্যা নিরূপণ করো।

2.1 নানা জৈব অণু মিশ্রিত সমুদ্রের গরম জল কে বিজ্ঞান সিডনি ফক্স হট ডাইলিউট সুপ নামে অভিহিত করেন। মিথ্যা
2.2 প্রোটিস্টা জাতীয় জীব কোষ দেহের কোষ প্রোক্যারিওটিক প্রকৃতির । মিথ্যা
2.3 নাইট্রোজেন যুক্ত খার পেন্টোজ শর্করা ও ফসফেট মূলক দিয়ে নিউক্লিওটাইড গঠিত। সত্য

3.দুটি বা তিনটি ব্যাকে উত্তর দাও:

3.1 " এই পর্বের প্রাণীদের দেহ আংটির মত ছোট ছোট খন্ডক দিয়ে গঠিত " - পর্বের নাম ও দুটি বৈশিষ্ট্য লেখো।


পর্বের নাম অ্যানিলিডা।

দুটি বৈশিষ্ট্য :
  1. এদের দেহে অসংখ্য আংটির মত খন্ড থাকে তাই এদের অঙ্গুরীমাল প্রাণী বলা হয়।
  2. এদের গমনাঙ্গ সিটি ও রেচন অঙ্গ নেফ্রিডিয়া

3.2 এন্ডোপ্লাজমিও জালিকা তিনটি কাজ লেখ ?

এন্ডোপ্লাজমিও জালিকা তিনটি কাজ:
  1. কোষকে দ্রিহতা প্রদান করে
  2. মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা ফ্যাটের সংশ্লেষে সাহায্য করে।
  3. অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে।

4.নিচের প্রশ্নটির উত্তর দাও।

4.1 মানবদেহে যকৃতের অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাইলেম ও ফ্লোয়েম এর পার্থক্য নিরূপণ করো।

মানবদেহের যকৃত মধ্যচ্ছদার নিচে এবং উদার গহবর এর উপরে ডানদিকে ঘেঁষে অবস্থান করে।

যকৃতের কাজ:

i. যকৃৎ থেকে ক্ষরিত পিত্তরসে থাকা লবণ পেটের পরিপাকে সাহায্য করে।
ii প্রথমবিন ফাইব্রিনোজেন ইত্যাদি প্লাজমা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে ।

জাইলেম ও ফ্লোয়েম এর পার্থক্য:


জাইলেম ফ্লোয়েম
এর উপাদান গুলি হল ট্রাকিড ট্রাকিয়া জালেম তন্তু এবং জাইলেম প্যারেনকাইমা। এর উপাদান গুলি হল সিডনি কোষ সিডনল ফ্লোয়েম তন্তু ফ্লোয়েম প্যারেন কাইমা।
জাইলেম জল ও জলে দ্রবীভূত খনিজ লবণের ঊর্ধ্বমুখী সংবহন ঘটায়। ফ্লোয়েম উদ্ভিদ দেহে খাদ্য রসের নিম্নমুখী পার্শ্ব মুখী সংবহন ঘটায়।
Previous Post Next Post