Class 9 History Model Activity Task Part 4 | Banglar Shikkha | WBBSE | কোড নেপোলিয়ন বিষয়ে একটি টীকা লেখো | অর্ডারস ইন কাউন্সিল | লিজিয়ন অব অনার কী

 

Class 9 History Model Activity Task Part 4 | Banglar Shikkha | WBBSE | কোড নেপোলিয়ন বিষয়ে একটি টীকা লেখো | অর্ডারস ইন কাউন্সিল | লিজিয়ন অব অনার কী

Class 9 History Model Activity Task Part 4 | Banglar Shikkha | WBBSE | কোড নেপোলিয়ন বিষয়ে একটি টীকা লেখো | অর্ডারস ইন কাউন্সিল | লিজিয়ন অব অনার কী


১। সঠিক উত্তরটি নির্বাচন করো।

ক) ফারসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন - ষোড়শ লুই।
খ) কাঁদিদ নামক গ্রন্থটি রচনা করেছিলেন -ভলতেয়ার।
গ) ফ্রান্সকে 'ভ্রান্ত অর্থনীতির যাদুঘর' বলে মন্তব্য করেছিলেন -অ্যাডাম স্মিথ।

২। ক স্তম্বের সাথে খ স্তম্ভ মেলাও।
ক-স্তম্ভ খ-স্তম্ভ
রোবসপিয়ের সন্ত্রাসের শাসন
ডিউক অব ওয়েলিংটন ইংরেজ সেনাপতি
কুটজফ রুশ সেনাপতি

৩। দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্ন গুলির উত্তর দাও।

ক) কারা 'ইনটেনডেন্ট' নামে পরিচিত ছিলেন ?

উঃ ফ্রান্সে প্রাক-বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইনটেনডেন্ট' নামে পরিচিত ছিল।

খ) 'লিজিয়ন অব অনার' কী ?

উঃ নেপোলিয়নের সামাজিক সংস্কারের একটি উল্লেখযোগ্য দিক হল 'লিজিয়ন অব অনার'।

গ) 'অর্ডারস ইন কাউন্সিল' কী ?

১৮০৬ সালের নভেম্বরে নেপোলিয়নের বার্লিন ডিক্রি মহাদেশ থেকে ব্রিটিশ বাণিজ্য বাদ দেওয়ার চেষ্টা করেছিল। ব্রিটিশ সরকার প্রিভি কাউন্সিল কর্তৃক অনুমোদিত সার্বভৌমের জুরুরী ক্ষমতা ব্যবহার করে কাউন্সিলে আদেশের জবাব দেয়। ১৮০৭ সালের নভেম্বর এবং ডিসেম্বরের আদেশে ব্রিটিশ বাণিজ্যকে বাদ দিয়ে যে কোনও বন্দরের অবরোধ ঘোষণা করা হয়েছিল। যা অর্ডারস ইন কাউন্সিল নামে পরিচিত।

৪) 'কোড নেপোলিয়ন' বিষয়ে একটি টীকা লেখো।

ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপটের সংস্কার কর্মসূচিগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ হল 'কোড নেপোলিয়ন' বা আইনবিধির প্রবর্তন। তার শাসনকালের পূর্বে ফ্রান্সের নানা স্থানে নানা ধরনের বৈষম্যমূলক ও পরস্পরবিরোধী আইন প্রচলিত ছিল। উদ্দেশ্য ৪ জন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে একটি পরিষদ গঠন করেন। এই পরিষদের প্রচেষ্টায় দীর্ঘ চার বছরের অক্লান্ত পরিশ্রমে যে আইনবিধি সংকলিত হয়, তা 'কোড নেপোলিয়ন' নামে খ্যাত।

(i) একই আইন প্রবর্তন: কোড নেপোলিয়ন সমগ্র ফ্রান্সে একইধরনের আইনব্যবস্থা চালু করে। ফলে ফরাসি প্রশাসন একটি সুবিন্যস্ত রূপ লাভ করে।

(ii) বিপ্লবের আদর্শকে রক্ষা: ফরাসি বিপ্লবকালে যে সমস্ত ঘোষণা ও আইনগত ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল সেগুলি একটি আইনগ্রন্থে সংকলিত হয়। এইভাবে কোড নেপোলিয়নের প্রবর্তন বিপ্লবী আদর্শকে উজ্জীবিত ও রক্ষা করেছিল।

(iii) ফরাসি সমাজের বাইবেল হিসেবে স্বীকৃতি: 'কোড নেপোলিয়ন' প্রবর্তন ফ্রান্সের বুর্জেয়া শ্রেণী ও কৃষকসহ অধিকাংশ মানুষকে সন্তষ্ট করতে সক্ষম হয়েছিল। এইভাবে তা ফরাসি সমাজের বাইবেল-এ পরিণত হয়।

উপসংহার: এইভাবে কোড নেপোলিয়নের মাধ্যমে নেপোলিয়ন বিপ্লবের আদর্শগুলিকে বাস্তবায়িত করতে সচেষ্ট হয়েছিলেন। এই আইসংহিতা কেবল ফ্রান্সেই নয়, ফ্রান্সের সীমানা ছাড়িয়ে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রেও স্বীকৃতি পেয়েছিল। এই আইনের মাধ্যমে সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না হলেও এ বিষয়ে যে আন্তরিক প্রয়াস লক্ষ করা গিয়েছিল, তা বিশেষভাবে উল্লেখের দাবি রাখে।
Previous Post Next Post