Class 9 Physical Science Model Activity Task Part 4 | Banglar Shikka | WBBSE
1. ঠিক উত্তর নির্বাচন করুন।
1.1 নিচের যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয় সেটি হল -
ক একটি ন্যাপথলিন বলের ভর
খ একটি ন্যাপথলিন বলের ভরবেগ
গ একটি ন্যাপথলিন বলের গন্ধ
ঘ একটি ন্যাপথলিন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল
Ans- একটি ন্যাপথলিন বলের গন্ধ
1.2 আইসোবার দের ক্ষেত্রে যে কথাটি ঠিক তা হল এদের-
ক ভর সমান
খ প্রোটন সংখ্যা সমান
গ নিউট্রন সংখ্যা সমান
ঘ ভর সংখ্যা সমান
Ans- ভর সংখ্যা সমান
1.3 ভরবেগের মাত্রীয় সংকেত-
ক MLT
খ MLT2
গ ML2T
ঘ MLT-1
Ans- MLT-1
2. সত্য-মিথ্যা নিরূপণ করুন।
2.1 আপেক্ষিক ঘনত্ব একটি একক বিহীন রাশি।সত্য
2.2 একটি বস্তু R সেমি ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার স্মরণ হবে R cm । মিথ্যা
2.3 12c কেলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে একটি ক্লোরিন পরমাণুর ভর 35.453U ।
সত্য
3.দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও।
3.1.STP তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898g/L হলে SI এককে এই ঘনত্বের মান নির্ণয় করো।
Ans- আমরা জানি 1g/L=1kg/m3STP তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898g/L হলে, SI এককে ঘনত্বের মান হবে 0.0898 kg/m3
3.2. একটি মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন এর মোট সংখ্যা 184 । পরমাণুটির ভরসংখ্যা 235 হলে এতে কয়টি নিউট্রন আছে তার নির্ণয় করো।
দেওয়া আছে,পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা = 184
অতএব, পরমাণুতে প্রোটন সংখ্যা = 184/2
=92
অতএব , পরমাণুতে নিউট্রন সংখ্যা = ভরসংখ্যা - প্রোটন সংখ্যা
=235-92
=143
4.একটু ট্রেন 60km/h গতিতে চলছিল।ব্রেক কষার ফলে 1 m/s² মন্দন সৃষ্টি হল। ট্রেনটির থামতে কত সময় লাগবে নির্ণয় কর।
দেওয়া আছে ,ট্রেনটির প্রাথমিক বেগ (u) = 60km/h
=
=50/3 m/s
অন্তিম বেগ (v) = 0
মন্দন (a) = 1 m/s²
সময় (t) = ?
মন্দনের ক্ষেত্রে আমরা জানি,
V=u-at
বা, 0=50/3 -1×t
বা,t = 50/3
অতএব, t = 16⅔ sec
ট্রেনটির থামতে 16⅔ sec সময় লাগবে।