Class 7 Health and Physical Education Model Activity Task Part 5 | স্কুলের স্বাস্থ্যকর পরিবেশ কেমন হওয়া উচিত | বিদ্যালয়ে স্বাস্থ্যকর পরিবেশের উপকরণের একটি তালিকা সূচক | WBBSE | Banglar Shikkha Portal | August Model Activity Task
ক) একজন স্বাভাবিক ওজনের শিক্ষার্থীর দেহভর সূচকটি কত ?
১) ১৮ কিলোগ্রাম / মিটার²
২) ১৮.৫ - ২৪.৫ কিলোগ্রাম / মিটার²
৩) ৩০ এর বেশি কিলোগ্রাম / মিটার²
উত্তর - ২) ১৮.৫ - ২৪.৫ কিলোগ্রাম / মিটার²
খ) যদি কোনো শিক্ষার্থীর দেহের ওজন তার স্বাভাবিক ওজন যা হওয়া উচিত তার থেকে কম হয় তাহলে কি সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে ?
১) নিদ্রাহীনতা ও মধুমেহ
২)রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়
৩)মেদাধ্যিক
উত্তর - ২)রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়
গ)কোনটি দেহভোগ সূচকের সূত্র ?
১)ওজন (কিলোগ্রাম) / উচ্চতা (মিটার²)
২)ওজন (কিলোগ্রাম) /উচ্চতা (ফুট²)
৩)ওজন (পাউন্ড) / উচ্চতা (ফুট²)
উত্তর : ১)ওজন (কিলোগ্রাম) / উচ্চতা (মিটার²)
২. সংক্ষিপ্ত উত্তর দাও :
ক) স্কুলের স্বাস্থ্যকর পরিবেশ কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো, তার বর্ণনা দাও।
স্কুলের স্বাস্থ্যকর পরিবেশ আমার মোট কেমন হওয়া উচিত তা নিম্নে আলোচনা করা হল -a.কার্যালয় - শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী কার্যালয়ের আকৃতি হওয়া উচিত এবং এটি এমন জায়গায় অবস্থিত হবে যেখান থেকে সমস্ত শ্রেণীকক্ষগুলো লক্ষ্য করা যাবে। যার ফলে শিক্ষক শিক্ষিকাগণ সকলের প্রতি দৃষ্টি রাখতে পারবেন।
b.বিশ্রাম কক্ষ - বিদ্যালয় টানা ৫ থেকে ৬ ঘন্টা কেবলমাত্র পড়াশোনায় মনোযোগ রাখা কষ্টকর । তাই এক ঘেয়েমি কাটানোর জন্য আলাদা কক্ষে প্রয়োজন যেখানে হালকা বিনোদন মূলক কিছু ইভেন্ট গেম এর ব্যবস্থা থাকবে।এর ফলে শিক্ষার্থীরা নতুনভাবে পূর্ণ মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবে।
c. মিড - ডে মিল খাওয়ার স্থান
d.বিদ্যালয়ে শান্তিপূর্ণ অবস্থা ও নিরাপত্তা।
e.কর্মশালা
f. বিদ্যালয় প্রাঙ্গণে বাগান
g. বিদ্যালয়ে নিয়মসৃঙ্খলা।
ইত্যাদি।
খ) বিদ্যালয়ে স্বাস্থ্যকর পরিবেশের উপকরণের একটি তালিকা সূচক প্রস্তুত করো।
↪নির্মল বায়ু↪পর্যাপ্ত সূর্যালোক
↪জীবাণু মুক্ত পরিবেশ
↪বিশুদ্ধ পানীয় জল
↪স্বাভাবিক জনবসতি
↪উপযুক্ত স্যানিটারি ব্যবস্থা
↪বিদ্যালয় ও স্বাস্থ্য কেন্দ্রের সুব্যবস্থা
↪শব্দ দূষণ নিয়ন্ত্রণ
↪জল বায়ু দূষণ নিয়ন্ত্রণ
↪রাজনৈতিক সুস্থতা ও অর্থনৈতিক স্বচ্ছলতা
↪খেলার মাঠ ও শরীরচর্চার উপযুক্ত ব্যবস্থা
↪বিনোদনমূলক কর্মসূচির ব্যবস্থা।
গ) কোন ব্যক্তির ওজন ৭০ কিলোগ্রাম এবং উচ্চতা ১.৬ মিটার হলে ওই ব্যক্তির দেহভর সূচক কত?
আমরা জানি ,দেহের ভর সূচক = ওজন (কিলোগ্রাম) / উচ্চতা (মিটার²)
= ৭০ কিলোগ্রাম / ১.৬ মিটার²
= ৭০/২.৫৬ কিলোগ্রাম / মিটার²
= ২৭.৩৪ কিলোগ্রাম / মিটার ²