Geography Model ACtivity Task Part 2 Class 9 | ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণী পার্ট 2

আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।

নিচের প্রশ্নগুলির উত্তর দাও।

১. কিভাবে কোরিওলিস প্রভাব বায়ু প্রবাহ ও সমুদ্রস্রোত কে প্রভাবিত করে ব্যাখ্যা করো।

পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট যে বলের প্রভাবে বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোত প্রভৃতির গতি বিক্ষেপ হয় তাকে কোরিওলিস বল বলে।1835 সালে ফরাসি পদার্থবিদ ও গণিতজ্ঞ জি জি কোরিওলিস এই ঘটনা প্রথম লক্ষ্য করেন। তার নাম অনুসারে এই বলকে কোরিওলিস বল বলে। 

বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের উপর কোরিওলিস বলের প্রভাব নিম্নে আলোচনা করা হল- 

বায়ু প্রবাহের উপর প্রভাব:- 

পৃথিবীর উপর প্রবাহিত বায়ু কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে ডানদিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। নিয়ত বায়ু যেমন- আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু কোরিওলিস বলের প্রভাবে সারা বছর ধরে সমগ্র পৃথিবীব্যাপী উত্তর গোলার্ধে ডানদিকে ও দক্ষিণ গোলার্ধে বামদিকে প্রবাহিত হয়।

কোরিওলিস বলের প্রভাবে ঘূর্ণবাত উত্তর গোলার্ধে ঘড়ির কাটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে চক্রাকারে আবর্তিত হয়।

সমুদ্র স্রোতের উপর প্রভাব:-

প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর প্রভৃতি মহাসাগরের সমুদ্র স্রোত গুলি কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। যেমন- আটলান্টিক মহাসাগরের উপসাগরীয় স্রোত এবং প্রশান্ত মহাসাগরের উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়। 


২. কি কি কাজে GPS ব্যবহৃত হয়? 

কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় করে সেই স্থানের অবস্থান নির্ণয়ের পদ্ধতি কে গ্লোবাল পজিশনিং সিস্টেম (global positioning system) বা সংক্ষেপে GPS বলে।

GPS এর ব্যবহার গুলি নিম্নে আলোচিত হলো:-

i) কোন দেশ বা অঞ্চলের বনভূমি রক্ষণাবেক্ষণ এবং পরিকল্পনা সংক্রান্ত কাজে ব্যবহৃত হয়।

ii) ভূমি ব্যবহার সংক্রান্ত সমীক্ষার কাজে GPS ব্যবহৃত হয়।

iii) সমুদ্র তলদেশের মানচিত্র তৈরিতে ব্যবহৃত হয়।

iv) সমুদ্রে মাছের সঠিক অবস্থান নির্ণয় করতে GPS এর সাহায্য নেওয়া হয়। ফলে সমুদ্রে জেলেরা সঠিক স্থান নির্ণয়ের মাধ্যমে প্রচুর মাছ সংগ্রহ করতে পারে।

v) পরিবেশ সংক্রান্ত সমীক্ষার কাজে GPS ব্যবহার করা হয়।

vi) নগর পরিকল্পনার কাজে GPS ব্যবহার করা হয়।

vii) কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য GPS এর সাহায্যে কৃষকদের সঠিক তথ্য সরবরাহ করা হয়।

viii) বায়ুমণ্ডলের সমীক্ষা করতে GPS ব্যবহৃত হয়।

৩. পৃথিবী নিজ অক্ষের চারদিকে আবর্তিত না হলে কি ঘটনা ঘটবে?

পৃথিবী গোলাকার। পৃথিবী নিজের অক্ষের চারদিকে আবর্তিত হয় বলে পৃথিবীতে পর্যায়ক্রমে দিনরাত্রি সংঘটিত হয়। ফলে পৃথিবীর তাপমাত্রা কোথাও খুব কম বা কোথাও খুব বেশি হয় না।

পৃথিবী যদি আবর্তিত না হতো তাহলে পৃথিবীর যে দিক সূর্যের সামনে থাকত সেখানে চির দিন এবং বিপরীত অংশে চির রাত্রি বিরাজ করত। ফলে সূর্যের সামনের অংশে প্রচন্ড উষ্ণতা এবং বিপরীত দিকে প্রবল শীতলতা বিরাজ করত। এইরূপ পরিবেশে কোন জীবের পক্ষে বেঁচে থাকা সম্ভব হতো না।

৪. বর্তমানে অচিরাচরিত শক্তি অধিক প্রসার লাভ করছে কেন?

 বর্তমানে অচিরাচরিত শক্তির অধিক প্রসার লাভের কারণগুলি হল-

i) পুনর্ভব সম্পদ:-অচিরাচরিত শক্তিগুলি প্রকৃতিতে অফুরন্ত উৎস থেকে উৎপন্ন করা হয় বলে এগুলি শেষ হয়ে যায় না।

ii) পরিবেশ দূষণ কম:- অচিরাচরিত শক্তি উৎপাদন করতে পরিবেশ দূষণ হয় না।

iii) স্বল্প উৎপাদন ব্যয়:-অচিরাচরিত শক্তির উৎস গুলি ভূপৃষ্ঠের সর্বত্র সহজলভ্য এবং পরিবহনের কোন প্রয়োজন হয় না ফলে উৎপাদন ব্যয় অত্যন্ত কম।

iv) স্বল্প বাজার দর:- অচিরাচরিত শক্তির উৎপাদন ব্যয় কম বলে এর বাজার দর ও স্বল্প।

v) নিরাপদ ব্যবহার:-অচিরাচরিত শক্তির ব্যবহার অনেক সহজ ও নিরাপদ।

vi) স্বল্প মূলধন:- অচিরাচরিত শক্তি স্বল্পস্থানে ব্যবহার করা হয় বলে এই প্রকার শক্তি উৎপাদনে প্রচুর মূলধনের ব্যবহার হয় না।

Previous Post Next Post