Science and Environment Model Activity Task Part 3 Class 6 | কোন রাশির একক বলতে কি বোঝো?SI একক ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো।

আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে। 

Science and Environment Model Activity Task Part 3 Class 6 | কোন রাশির একক বলতে কি বোঝো?SI একক ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো।

নিচের প্রশ্নগুলির উত্তর দাও।

1. কোন রাশির একক বলতে কি বোঝো?

কোন রাশিকে পরিমাপ করতে সেই রাশিরই একটা সুবিধাজনক অংশ দিয়ে পরিমাপ করতে হয়। ওই সুবিধাজনক অংশই হল ওই রাশির একক। যেমন - দৈর্ঘ্যের একক হল মিটার।

2. SI একক ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো।

i) SI পদ্ধতিতে খুব ক্ষুদ্র মানের রাশি মাপা যায়।

ii) SI পদ্ধতিতে বড় মানের রাশিকেও মাপা যায়।

3. একটি মাপনী চোঙ ও একটি তুলা যন্ত্রের সাহায্যে একটি ছোট পাথরের ঘনত্ব কিভাবে নির্ণয় করবে?

a) প্রথমে সাধারণ তুলা যন্ত্রে পাথরটির ভর মেপে নেব।

b) তারপর একটি মাপনী চোঙ এ আংশিক জলপূর্ণ করে তার মাপ নেব।

c) তারপর পাথরটিকে ওই আংশিক জলপূর্ণ চোঙে ফেললে চোঙের জলের তল বৃদ্ধি পাবে তার মাপ নেব।

d) এভাবে পাথরের আয়তন পেয়ে যাব।

 আমরা জানি, কোন বস্তুর ঘনত্ব= বস্তুর ভর/ বস্তুর আয়তন  একক

 অতএব পাথরের ঘনত্ব = পাথরের ভর/ পাথরের আয়তন  একক 

 4. একটি লোহার বলের ব্যাস 10cm হলে বলটির ওপরের তলের ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করো।

 লোহার বলের ওপরের তলের ক্ষেত্রফল = π×ব্যাস×ব্যাস

                                               = 22/7×10×10 বর্গ সেমি

                                               = 3.14×10×10 বর্গ সেমি

                                               = 314 বর্গ সেমি

5. গড় সৌরদিনকে সেকেন্ডে প্রকাশ করো।

উত্তর: গড় সৌরদিন = 24 ঘণ্টা 

                                = 24 × 60 মিনিট

                                = 24 × 60 × 60 সেকেন্ড 

                                = 86400 সেকেন্ড

Previous Post Next Post