Class 10 Physical Science Model Activity Task Part 6 | September Activity Task | WBBSE | ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো | DC অপেক্ষা AC এর একটু ব্যাবহারিক সুবিধা লেখো



Class 10 Physical Science Model Activity Task Part 6 | September Activity Task | WBBSE | ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো | DC অপেক্ষা AC এর একটু ব্যাবহারিক সুবিধা লেখো

Class 10 Physical Science Model Activity Task Part 6 | September Activity Task | WBBSE | ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো | DC অপেক্ষা AC এর একটু ব্যাবহারিক সুবিধা লেখো


১. ঠিক উত্তরটি নির্বাচন করো : ১×৩

১.১. যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো -
ক) 4g / mol
খ) 16g / mol
গ) 32g / mol
ঘ) 64 / mol
উত্তর : ঘ) 64 / mol

১.২. গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় -
ক) ক্যাথোড ধনাত্বক ও এখানে বিজারণ ঘটে
খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
গ) অ্যানোড ধনাত্বক ও এখানে বিজারণ ঘটে
ঘ) অ্যানোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
উত্তর : খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে

১.৩. 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো -
ক) 9 ওহম
খ) 4 ওহম
গ) 2 ওহম
ঘ) 1 ওহম
উত্তর : গ) 2 ওহম

২. একটু শব্দে বা একটু বাক্যে উত্তর দাও : ১×৩

২.১. কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয় ?

উত্তর : পটাশিয়াম আরোসানাইড।
সংকেত : K[Au(CN)2]

২.২.কিলোওয়াট (kW) ও কিলোওয়াট - ঘণ্টার (kWh) মধ্যে কোনটি ক্ষমতার একক ?

উত্তর : কিলোওয়াট (kW)

২.৩. DC অপেক্ষা AC এর একটু ব্যাবহারিক সুবিধা লেখো।

DC অপেক্ষা AC এর একটু ব্যাবহারিক সুবিধা :
অনেক কম শক্তি ক্ষয় এবং অনেক কম খরচে পরিবর্তী প্রবাহকে ( AC) অনেক দূরবর্তী স্থানে প্রেরিত করা যায়।

৩. সংক্ষিপ্ত উত্তর দাও : ২×২

৩.১. ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো।

ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম : বাম হাতের বৃদ্ধাঙ্গুল, মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখে নির্দেশ করে।

৩.২. 50g ক্যালসিয়াম কার্বনেট এর পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন-ডাই-অক্সাইড গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করো (Ca= 40,। C= 12 , O = 16)।

CaCo3 = CaO + CO2↑
40+12+(16×3) 12+(16×2)
=40+12+48 = 12+32
=100 =44

100g CaCO3 থেকে CO2 পাওয়া যায় 44 g
1g CaCO3 থেকে CO2 পাওয়া যায় 44/100 g
50g CaCO3 থেকে CO2 পাওয়া যায় 44×50/100 g
= 22g

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩×১

৪.১. দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1, ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং রোধাঙ্ক এর অনুপাত 3:4 হলে তার দু'টি রোধ এর অনুপাত কত হবে তা নির্ণয় করো।

উত্তর :
দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1, ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং রোধাঙ্ক এর অনুপাত 3:4 হলে তার দু'টি রোধ এর অনুপাত কত হবে তা নির্ণয় করো।


Previous Post Next Post