Class 7 Environment and Science Model Activity Task Part 5| August Activity Task | WBBSE | পৃথিবী যে নিজেই একটা চুম্বক তার পক্ষে কি প্রমান আছে | সাপ কিভাবে জেকবসন্স অর্গান এর সাহায্যে তার চারপাশের পরিবেশ সমন্ধ্যে জানতে পারে
1.ঠিক উত্তর নির্বাচন করো:
1.1 অপ্রভ বস্তুটি হলো -
ক. মোমবাতির শিখা
খ. সূর্য
গ. চাঁদ
ঘ. জোনাকি
উত্তর - গ. চাঁদ
1.2 যেটি জীবাশ্ম জ্বালানি নয় -
ক. কয়লা
খ. পেট্রোল
গ. ডিজেল
ঘ. গোবর গ্যাস
উত্তর - গোবর গ্যাস
1.3 উদ্ভিদের মূলের ডগার টুপির মতো অংশের ঠিক ওপরের জায়গা যেখানে কোনো রোয়া থাকে না সেটি হলো -
ক. মূলত অঞ্চল
খ. বর্ধনশীল অঞ্চল
গ. স্থ্যায়ী অঞ্চল
ঘ. মুলরোম অঞ্চল
উত্তর - বর্ধনশীল অঞ্চল
2 শূন্যস্থান পূরণ করো:
2.1 ইস্ত্রিতে তড়িতপ্রবাহের তাপীয় ফলাফলের প্রয়োগ করা হয় ।
2.2 আমের আঁটি বীজকে ঢেকে রাখে ।
2.3 এচর হলো যোগিক ফলের একটি উদাহরণ ।
3. একটি বাক্যে উত্তর দাও :
3.1. পৃথিবী যে নিজেই একটা চুম্বক তার পক্ষে কি প্রমান আছে ?
উত্তর - পৃথিবী যে নিজেই একটা চুম্বক তার পক্ষে অনেক প্রমান আছে । যেমন একটা দণ্ড চুম্বক কে ঝুলন্ত অবস্থায় রেখে দিলে পৃথিবীর চুম্বকত্বের প্রভাবে চুম্বক টি সর্বদা উত্তর দক্ষিনে মুখ করে থাকে ।
3.2 কি কি উপায়ে উদ্ভিদের স্বপরাগযোগ ঘটতে পারে ?
উত্তর -
i. একটি ফুলের থেকে পরাগরেণু সেই ফুলের গর্ভমুন্ডে স্থানান্তরিত হয় ।
ii. একটি ফুলের থেকে পরাগরেণু সেই গাছের অন্য ফুলের গর্ভমুন্ডে স্থ্যানান্তরিত হয় ।
4. তিন চারটি বাক্যে উত্তর দাও।
4.1 একটি চিহ্নিত চিত্রের সাহায্যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মি গতিপথ কেমন হবে তা দেখাও।
4.2 সাপ কিভাবে জেকবসন্স অর্গান এর সাহায্যে তার চারপাশের পরিবেশ সমন্ধ্যে জানতে পারে?
উত্তর - বিভিন্ন প্রাণীর দেহ থেকে নানা উদ্বাহী যৌগের অনু বাতাসের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে । সাপের জিভে সেইসব যৌগের অনুরা আটকে যায়। তারপর সাপ মুখের মধ্যে জিভটা ঢুকিয়ে নিয়ে উপরের তালুতে ঠেকাই । সেখানে থাকে একটি বিশেষ অঙ্গ । একে বলা হয় জেকবসন অর্গান। সাপ যখন জিভটা সেখানে ঠেকায় তখন সেই গন্ধের অনু গুলো মস্তিষ্কে উদ্দীপনার সৃষ্টি করে । সেই থেকে সাপ পরিবেশ সমন্ধে জানতে পারে ।