Class 8 Geography Model Activity Task Part 6 | September Activity Task | wbbse | সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন | আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম প্রকৃতির ভৌগোলিক কারণটি ব্যাখ্যা করো | চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো
1. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :
১.১ ঠিক জোড়াটি নির্বাচন করােক) নিরক্ষীয় অঞ্চল – সূর্যের তির্যক রশ্মি ·খ) নিরক্ষীয় অঞ্চল-বায়ুর উচ্চচাপ গ মেরু অঞ্চল- বায়ুর উচ্চচাপঘ) মেরু অঞ্চল – সূর্যের লম্ব রশ্মি Ans মেরু অঞ্চল- বায়ুর উচ্চচাপ(১.২ উত্তর আমেরিকার আলাস্কা যে জলবায়ুর অন্তর্ভুক্ত তা হলাে-ক) ক্রান্তীয় জলবায়ুগ) ভূমধ্যসাগরীয় জলবায়ুখ) লরেন্সীয় জলবায়ুঘ) তুন্দ্রা জলবায়ুAns তুন্দ্রা জলবায়ু১.৩ দক্ষিণ আমেরিকার লাপ্লাটা নদী অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি হলাে-ক) গ্রানচাকোখ) পম্পাসগ) ল্যানােসঘ) সেলভাAns পম্পাস
২. বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখাে :
২.১ রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্রবায়ু প্রবাহিত হয়।
ANs ভুল
২.২ আপেক্ষিক আর্দ্রতার সাথে উয়তার সম্পর্ক ব্যস্তানুপাতিক।
Ans ঠিক
২.৩ জুলাই-অগাস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে।
Ans- ভুল
3.সংক্ষিপ্ত উত্তর দাও।
3.1. সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন ?
Ans- মেঘ থেকে বৃষ্টিপাতের ক্ষেত্রে দুটো প্রক্রিয়ায় একসাথে কাজ করে বাতাসের শীতল হওয়া এবং বাতাসের জলীয় বাষ্প যুক্ত হওয়া আকাশে ভেসে থাকা মেঘ হলো আসলে ধূলিকণা কে আশ্রয় করে থাকা অসংখ্য ছোট ছোট কণার সমষ্টি বিভিন্ন কারণে সংযুক্ত হয় যেমন কখনো বিদ্যুৎ চমকানোর পরে ঊর্ধ্বমুখী বায়ুর প্রভাবে খুব বেশি শীতল হয় এবং সব মেঘনা তুষারকনা সংযুক্তি এর অনুকূল পরিবেশ সৃষ্টি হয় না তাই সব মেঘে বৃষ্টি হয় না।
৩.২ আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম প্রকৃতির ভৌগোলিক কারণটি ব্যাখ্যা করো।
আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য নিরক্ষরেখার উভয় পাশে অবস্থিত হওয়ার ফলে এখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত উষ্ণতা থাকে ফলে এখানে অত্যন্ত ঘন চিরহরিৎ গাছের বনভূমি সৃষ্টি হয়েছে গাছগুলোর পাতা বড় ও শক্ত হওয়ার কাজগুলি ঘন সন্নিবিষ্ট হওয়ায় অরন্যের পরিবেশের ছত্রাক শৈবালের আসার সাথে সাথে বিষাক্ত কীট পতঙ্গের দেখা যায় এইসব প্রতিকূল পরিবেশের জন্য আমাজন অববাহিকা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম গড়ে তুলেছে ।
৩.৩ চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো।
সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ যুক্ত আদ্র বায়ু প্রবাহ পথে আড়াআড়িভাবে কোন পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ওই বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে ওই পর্বত বা উচ্চভূমির ঢাল বেয়ে উপরের দিকে উঠে যায় ঊর্ধ্বগামী এই বায়ুকল প্রসারিত হয় ঠান্ডা হয় আরো উপরে উঠলে এই ভাবে সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় এই বৃষ্টি হলো শৈলোৎক্ষেপ বৃষ্টি পাত । পর্বতের জে ঢাল বরাবর বায়ু প্রবাহের উপর দিকে থাকে ও বৃষ্টিপাত ঘটায় সে ঢাল হলো প্রতিবাত ঢাল আর জে ঢাল বরাবর নিচের দিকে নামে সেটি হল অনুবাত ঢাল । প্রতিবাত ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন কোন পর্বতের অনুবাদ ঢালে পৌঁছায় তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় এছাড়া নিচের দিকে নামতে শুরু করে বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় অসম্পৃক্ত হয়ে পড়ে এই কারণে অনুবাদ ঢালে প্রতিবাদ ঢাল অপেক্ষা বৃষ্টিপাত কম হয় তাই পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চল নামে পরিচিত । |
Third Party Collection |
3.সংক্ষিপ্ত উত্তর দাও।