আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।
তৃতীয় অধ্যায়: ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা
১. সেন্ট জর্জ দুর্গ দেখা যায়- বাংলা/ মাদ্রাজ/ বোম্বাই/ দিল্লি প্রেসিডেন্সিতে।
উত্তর-মাদ্রাজ।
২. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন- লর্ড কর্নওয়ালিস/ ওয়ারেন হেস্টিংস/ লর্ড ওয়েলেসলি/ লর্ড কার্জন।
উত্তর-লর্ড ওয়েলেসলি।
৩. ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয়- ১৭৭০ খ্রিস্টাব্দে /১৭৭১ খ্রিস্টাব্দে / ১৭৭২ খ্রিস্টাব্দে/ ১৭৭৩ খ্রিস্টাব্দে।
উত্তর-১৭৭২ খ্রিস্টাব্দে।
৪. সিভিল সার্ভিস ব্যবস্থা ভারতে প্রবর্তন করেন- ওয়ারেন হেস্টিংস / *লর্ড কর্নওয়ালিস* /লর্ড ক্লাইভ /লর্ড ডালহৌসি।
উত্তর-লর্ড কর্নওয়ালিস।
৫. কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়- ১৮১৩ খ্রিস্টাব্দে /১৮৩৩ খ্রিস্টাব্দে/১৮৫৪ খ্রিস্টাব্দে / ১৮৫৭ খ্রিস্টাব্দে।
উত্তর-১৮৫৭ খ্রিস্টাব্দে।
৬. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন-ওয়ারেন হেস্টিংস/ উইলিয়াম কেরি/ স্যার এলিজা ইম্পে/ চার্লস উড।
উত্তর-স্যার এলিজা ইম্পে।
৭. ভারতের শিক্ষাব্যবস্থায় 'চুইয়ে পড়া নীতি'র প্রবক্তা ছিলেন- টমাস মেকলে/ চার্লস উড/ লর্ড বেন্টিং/ ডেভিড হেয়ার।
উত্তর-টমাস মেকলে।
৮. কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয়- পিটের ভারত শাসন আইন/ রেগুলেটিং অ্যাক্ট/ চার্টার অ্যাক্ট/ সিভিল সার্ভিস অ্যাক্ট অনুসারে।
উত্তর-রেগুলেটিং অ্যাক্ট।
৯. ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন- ১৭৭১ খ্রিস্টাব্দে/ ১৭৭৫খ্রিস্টাব্দে/ ১৭৭৭খ্রিস্টাব্দে/ ১৭৮১খ্রিস্টাব্দে।
উত্তর-১৭৮১খ্রিস্টাব্দে।
১০. A Code of Gentoo Law এর প্রতিষ্ঠাতা - নাথানিয়েল হালেদ/ উইলিয়াম জোন্স/ জন অ্যান্দ্রুজ / উইলিয়াম কেরি।
উত্তর-নাথানিয়েল হালেদ।