Bangla Model Activity Task Part 3 Class 7 | বাংলা মডেল অ্যাকটিভিটি টাস্ক পার্ট ৩ ক্লাস ৭

আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।
Bangla Model Activity Task Part 3 Class 7 | বাংলা মডেল অ্যাকটিভিটি টাস্ক পার্ট ৩  ক্লাস ৭

অধ্যায়: "নোট বই"

১। বহু বিকল্পিয় প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান ১)

১.১। "নোট বই" কবিতায় গরু ছট্ফট্ করে- (ক) কাতুকুতু দিলে  (খ) আঘাত করলে  (গ) বেঁধে রাখলে  (ঘ) জল না দিলে।

উত্তর:(ক) কাতুকুতু দিলে।

১.২। জবাবটা জেনে নেব- (ক) মেজদা কে অনুরোধ করে (খ) মেজদাকে খুঁচিয়ে (গ) মেজদাকে ভয় দেখিয়ে (ঘ) মেজদার মাধ্যমে।

উত্তর:(খ) মেজদাকে খুঁচিয়ে

১.৩। "বলো দেখি ঝাঁজ কেনো জোয়ানের আরকে"- 'আরক' শব্দের অর্থ - (ক) নির্যাস (খ) বড়ি (গ)পাতা (ঘ)গাছ।

উত্তর:(ক) নির্যাস

২। ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন(প্রতি প্রশ্নের মান ৩) (প্রতিটি উত্তর কম বেশি চারটি বাক্যে লিখতে হবে)

২.১। "ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই"- ভালো কথা গুলি কি কি ছিল?

বক্তা যে যে ভালো কথা গুলি নোট বই এ লিখে রেখেছিলেন তা হল- ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, আঙ্গুলে আঠা দিলে কেন আঙুল চটচট করে, কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে।এগুলিই বক্তার কাছে ভালো কথা বলে মনে হয়েছিল।

২.২। "তোমরাও নোট বই পড়োনি"-নোট বই না পড়ার কারণে কোন কোন প্রশ্নের উত্তর জানা যায়নি?

 নোট বই না পড়ার কারণে যেসব প্রশ্নের উত্তর গুলো জানা যায়নি সেগুলি হল- জোয়ানের আরকে ঝাঁজ কেনো, তেজপাতায় তেজ কেন, লঙ্কা ঝাল কেন, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়। 'দুন্দুভি' কার নাম,' অরনি ' কাকে বলে প্রভৃতি।

২.৩। "আগাগোড়া" 

এমন বিপরীতার্থক শব্দের সমাবেশে তৈরি পাঁচটি শব্দ লেখ।
উত্তর: দিন-রাত, ভালো-মন্দ, হাসি-কান্না, সুখ-দুঃখ, আয়-ব্যয়।

অধ্যায়: "খোকনের প্রথম ছবি"- বনফুল

১। বহু বিকল্প প্রশ্ন(প্রতিটি প্রশ্নের মান ১ )

১.১। "খোকন সত্যি সত্যি একে ফেলল একদিন" খোকন এঁকেছিল- (ক) টেবিল (খ) কলসি (গ) ইউক্যালিপটাস গাছ (ঘ) গোলাপ ফুল।

উত্তর:(গ) ইউক্যালিপটাস গাছ 

১.২। মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন "বেকুব" হল- (ক) তৎসম শব্দ (খ) তদ্ভব শব্দ (গ) আরবি ফারসি শব্দ (ঘ) দেশি শব্দ।

উত্তর:(গ) আরবি ফারসি শব্দ 

১.৩। খোকনের বাবার চিত্রকর বন্ধুটি থাকেন- (ক) দিল্লিতে (খ) লখনৌ তে (গ) কলকাতায় (ঘ) মাদ্রাজে।

উত্তর:(খ) লখনৌ তে

২। ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান ২) (প্রতিটি প্রশ্নের উত্তর তিন চারটি বাক্যে লিখতে হবে)

২.১। "প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না"- একথা বলার কারণ কি?

 প্রকৃতির ছবি ঠিকমতো আঁকা যায় না কারণ প্রকৃতির সৌন্দর্য ও বিস্তারকে ছবিতে ফুটিয়ে তোলা যায় না। সূর্যের ছবিতে তাই খোকন সূর্যের দীপ্তি ফোটাতে পারেনি। অন্যদিকে সে গোলাপ ফুলের ছবিতেও গোলাপের সৌন্দর্য দেখাতে পারেনি।

২.২। "নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইলো খোকন"-প্রথম সৃষ্টি কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো।

 খোকন আগে যত ছবি এঁকেছে সব ছবিগুলি কোন কিছুর প্রতিরূপ। কিন্তু অন্ধকার ঘরে বসে নিজ কল্পনা শক্তির দ্বারা অন্ধকারের যে ছবি এঁকেছে সেটি খোকনের নিজস্ব। তাই সেই ছবিকে খোকনের প্রথম সৃষ্টি বলা হয়েছে।
Previous Post Next Post