আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।
অধ্যায় : জল স্থল বাতাস
১. নীচের বিকল্প গুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে উত্তরটি লেখো :
ক) বাতাসে ধূলোর কণায় সূর্যরশ্মি প্রতিফলিত হলে আকাশের রঙ হয় - নীল /সাদা/কালো/ধূসর ।
উত্তর - নীল।
খ)জলপ্রবাহ,বৃষ্টিপাত, ভৌমোজল ও বস্পিভবন এদের সঠিক ক্রমে লিখলে যে প্রবাহ টি তৈরী হবে, তা হলো -
জলপ্রবাহ >বাস্পিভবন >বৃষ্টিপাত >ভৌমো জল >জলপ্রবাহ /
বাস্পিভবন > ভৌমো জল > বৃষ্টিপাত > জলপ্রবাহ >ভৌমো জল /
বৃষ্টিপাত >বাষ্পীভবন> ভৌম জল >বৃষ্টিপাত> জলপ্রবাহ /
ভৌম জল> বৃষ্টিপাত> ভৌম জল >জলপ্রবাহ >বাষ্পীভবন
উত্তর - জলপ্রবাহ >বাস্পিভবন >বৃষ্টিপাত >ভৌমো জল >জলপ্রবাহ /
২.অতি সংক্ষেপে উত্তর লেখো :
ক) ' বারিমন্ডল ' বলতে কি বোঝায় ?
উত্তর - কোটি কোটি বছর ধরে উষ্ণ পৃথিবী ঠান্ডা হয়ে প্রচুর জলীয় বাষ্প আকারে আকাশে জমা হয় এবং তা প্রবল বৃষ্টি হয়ে পৃথিবীতে নেমে আসে। এর ফলে পৃথিবীতে যে সাগর মহাসাগর তৈরি হয় সেই বিশাল ভান্ডার কে বারিমন্ডল বলা হয়।
খ)' মহাদেশ সঞ্চারণ ' কাকে বলে ?
উত্তর : ১৯১২ খ্রিস্টাব্দে মহাদেশ সঞ্চারন তত্ত্বটির প্রতিষ্ঠা করেন ওয়েগনার।মহাদেশ গুলি আসলে স্থির নয়।কৃত্রিম উপগ্রহ থেকে পর্যবেক্ষণ করে দেখা গেছে, মহাদেশ গুলি পরস্পরের থেকে বছরে ২-২০ সেমি করে সরে যাচ্ছে,আবার কোথাও পরস্পরের সঙ্গে ধাক্কা যাচ্ছে।
প্রায় ২২.৫ কোটি বছর আগে পৃথিবীতে একটাই বিরাট অখণ্ড স্থলভাগ ছিল, যার নাম প্যানজিয়া এবং
প্যানজিয়া এর চারিদিকে একটি স্থলভাগ ছিল যার নাম ' প্যানথালাসা ' । প্রায় ২০ কোটি বছর আগে প্যানজিয়া এর ভাঙ্গা টুকরো গুলি উত্তর দক্ষিণ,পূর্ব পশ্চিম এ সরে যেতে থাকে।যা বর্তমান অবস্থানে এসে সাতটা মহাদেশ এবং পাঁচটা মহাসাগর তৈরি করেছে।
৩.তোমরা জানো মহাদেশগুলি বছরে ২ থেকে ২০ সেমি করে সরে যায় । এমন ভাবে ক্রমাগত সরে যেতে থাকলো আরো ১০কোটি বছর পর পৃথিবীতে কি কি ঘটতে পারে বলে তোমার মনে হয় ?
উত্তরঃ এরকম ক্রমাগত সরে যেতে থাকলে আরো 10 কোটি বছর পর পৃথিবীর মানচিত্র আজকের মত থাকবে না উত্তর দক্ষিণ আমেরিকা আরো পশ্চিমে সরে এশিয়ার ভূ খণ্ডে ধাক্কা খাবে ।আটলান্টিক মহাসাগর আরো বড় হবে।আর প্রশান্ত মহাসাগর বিলুপ্ত হয়ে যাবে।আফ্রিকার পূর্ব দিকটা আরো সরে গিয়ে ভারতের সঙ্গে জুড়ে যাবে।
৪.উষ্ণায়ন কিভাবে ঘটে তা সংক্ষেপে ব্যাখ্যা করো।
যানবাহন এবং শিল্প কলকারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে।এই গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরিকরে যাতে পৃথিবী থেকে প্রয়োজনের অতিরিক্ত ফিরে যাওয়া তাপ আটকে পড়ে।দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে।একে বিশ্ব উষ্ণয়ন বলে।