History Model Activity Task Part 1 Class 6 | আদিম মানুষের হাতিয়ারের বিবর্তন একটি সচিত্র বর্ণনা দাও

আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।

অধ্যায় : ১.ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ।

              ২.ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা।

নীচের প্রশ্নগুলি উত্তর দাও :

১.আদিম মানুষের হাতিয়ারের বিবর্তন একটি সচিত্র বর্ণনা দাও (৫০/৬০ টি শব্দে)

আদিম মানুষের হাতিয়ারের বিবর্তন একটি সচিত্র বর্ণনা দাও


আদিম মানুষের হাতিয়ার বিবর্তনের ক্ষেত্রে তিনটি পর্যায়ে আমার লক্ষ্য করি,যথা পুরনো পাথরের যুগে মানুষ প্রথমে হালকা ধারালো ছুরি জাতীয় হাতিয়ার ব্যবহার করতো হাতিয়ার গুলির বেশিরভাগ ছিল ভারি নুড়ির তৈরি।

পরে মাঝে পাথরের যুগে প্রধান অস্ত্র হিসেবে তীর ধনুক ব্যবহার শুরু হয়।এছাড়া আগের চেয়ে ধারালো ছুরি ব্যবহার করতো।হাতিয়ার গুলি ব্যবহারের সুবিধা অর্থে গাছের ডালের সঙ্গে বেঁধে নিত।নতুন পাথরের যুগে আগের তুলনায় আরও উন্নত ও হাতল যুক্ত হাতিয়ারের প্রচলন হল।যেমন - হাতুড়ি,কুঠার,

২.ধাতু,চাকা,আগুন - এই তিনটি মধ্যে কোনটিকে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার বলে তুমি মনে করো ? (দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও )

আগুন আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার বলে আমার মনে হয়।কারণ :

আগুন ব্যবহার করার ফলে বেশ কিছু বদল দেখা যেতে থাকে একদিকে প্রচন্ড শীতের হাত থেকে মানুষকে বাঁচাতে আগুন পাশাপাশি বিভিন্ন জন্তুর আক্রমণ মোকাবেলা করার জন্য আগুনের ব্যবহার শুরু হয় তাছাড়া আগুনের ব্যবহার আদিম মানুষের খাবার অভ্যাস বদলে দিয়েছিল এসময় কাঁচা খাওয়ার বদলে খাবার আগুনে ঝলসে খাওয়া শুরু হয় ঝলসানো নরম মাংস খেতে তাদের চোয়াল ও দাঁতের জোর কম লাগবো তাই ধীরে ধীরে তাদের চুয়াল সরু হয়ে এলো সামনে ধারালো দাঁত ছোট হয়ে গেল আরো নানারকম বদল হলো চেহারার আদিম মানুষের শরীরে জোর বাড়লো বুদ্ধির বিকাশ হল ।

৩.মনে করো তুমি প্রাচীনকালে হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ শহর হরপ্পায় গেছো - সেখানে গিয়ে তুমি কি কি দেখবে তার একটি চার্ট বানাও ।

হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ শহর হরপ্পায় গিয়ে আমি যা যা দেখবো যা হল - 

১.বিশাল বড়কুপ।

২. পোড়া মাটির পাত্র।

৩. সিল মোহর।

৪.বাটখারা।

৫.স্নানাগার

৬. ইটের তৈরি পাকা বাড়ি

৭.বিভিন্ন অলংকার

৮.নারীমূর্তি ইত্যাদি।

৪. নিচের কোন কোন কারণগুলি নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি গড়ে ওঠার জন্য প্রযোজ্য ছিল ?(টিক চিহ্ন দাও) -

ক)সিন্ধু নদী থেকে পানীয় জল পাওয়া যেত।

খ)সিন্ধু নদীর তীরে মাটি উর্বর ছিল।

গ)সিন্ধু নদী দিয়ে বানিজ্য হতো।

ঘ)সিন্ধু নদী অববাহিকায় প্রচুর লোহা পাওয়া যেত।

উত্তর - খ)সিন্ধু নদীর তীরে মাটি উর্বর ছিল।

           গ)সিন্ধু নদী দিয়ে বানিজ্য হতো।

Previous Post Next Post