আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।
নিচের প্রশ্নগুলির উত্তর লেখ:
১) একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থান চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: (ক) ক্রোমাটিড (খ) সেন্ট্রোমিয়ার (গ) নিউক্লিওলার অর্গানাইজার (ঘ) টেলোমিয়ার
২) প্রাণীদের গমন এর কারণ গুলি কি কি ? 'ফ্লেক্সর ও এক্সটেনশর পেশীর কার্যপদ্ধতি পরস্পরের বিপরীত ধর্মী'-উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।
গমনের কারণগুলি হল:-
- í)প্রাণীরা খাদ্য অন্বেষণের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে।
- íí) আত্মরক্ষা: শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীরা স্থানান্তরে গমন করে।
- ííí) আশ্রয়ের সন্ধান:সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য প্রাণীরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে গমন করে।
- ív)এছাড়াও প্রজনন ও বংশগতি বিভিন্ন কারণে প্রাণীরা বিভিন্ন জায়গায় গমন করে থাকে।
দুটি অস্থির সঙ্গে সংযুক্ত থেকে, যে পেশির সংকোচনে অস্থি ও অস্থিসন্ধি অঞ্চলে ভাঁজ হয়ে পরস্পরের কাছাকাছি আছে তারা হল ফ্লেক্সোর পেশী যেমন হাতের বাইসেপস সংকুচিত হলে কনুই ভাজ হয়।অপরদিকে যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তাহলে এক্সটেনসর পেশি। যেমন, টাইসেপস পেশী সংকুচিত হলে ভাঁজ করা হাত সোজা হয়।
৩) 'কোষচক্রের S দশাকে সংশ্লেষ দশা বলা হয় '-বাক্যটির যথার্থতা বিচার করো । DNA ও RNA এর মধ্যে পার্থক্য উল্লেখ করো।
DNA | RNA |
---|---|
1.DNA তে ইউরাসিল থাকেনা। | 1.RNA তে থাইমিন থাকে না। |
2.DNA প্রোটিন সরাসরি তৈরি করতে পারে না। | 2.RNA প্রোটিন তৈরি করতে পারে। |
3.DNA এর কোন প্রকার ভেদ নেই। | 3. RNA প্রধানত তিন প্রকার-mRNA,tRNA,rRNA। |
4. DNA কার্যগত ভাবে চিরস্থায়ী। | 4.RNA ক্ষণস্থায়ী। |
কোষচক্রের S দশাকে সংশ্লেষ দশা বলা হয় কারণ:
কোষচক্রের S দশায় প্রতিলিপিকরণ পদ্ধতিতে DNA সংশ্লেষিত হয় ফলে নিউক্লিয়াসে DNAপরিমাণ দ্বিগুণ হয়। কোষ চক্রের G¹ দশার পরবর্তী পর্যায়ে DNA সংশ্লেষ বটে বলে এই দশা কে (S)সংশ্লেষ দশা বলা হয়।
DNA ও RNA এর মধ্যে পার্থক্য উল্লেখ করো।
৪)' অ্যাড্রেনালিন হরমোন আপাতকালীন পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে '-ব্যাখ্যা করো। ট্রপিক ন্যাস্টিক চলন এর পার্থক্য লেখো।
দেহের জরুরি অবস্থা,যেমন রাগ,ভয়,উত্তেজনা, দুশ্চিন্তা ইত্যাদির ক্ষেত্রে অড্রিনালিন হরমোন,অধিক পরিমাণে ক্ষরিত হোয় এবং হৃদস্পন্দনের হার, রক্তচাপ, শ্বাস হার ইত্যাদি বাড়িয়ে ওইসব জরুরি অবস্থা নিয়ন্ত্রণের জন্য দেহকে উপযোগী করে তোলে সেজন্য অ্যাড্রিনালিন কে জরুরী কালীন হরমোন বা আপাতকালীন হরমোন বলে।
ট্রপিক ন্যাস্টিক চলন এর পার্থক্য লেখো।
ট্রপিক চলন | ন্যস্টিক চলন |
---|---|
1. ট্রপিক চলন বহিঃস্থ্ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। | 1. ন্যাষ্টিক চলন বহিঃস্থ উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। |
2. উদ্ভিদের অপরিনত অংশে ঘটে। | 2. পরিণত অংশে ঘটে। |
3.এটি অনুকূল বা প্রতিকূল হতে পারে। | 3.এটি সর্বদায় অনুকূল ধর্মী হয়। |